জামাইয়ের পাতে ইলিশ, পকেট থেকে খসবে কত, জানুন বাজার দর

Published : Jun 07, 2019, 01:57 PM IST
জামাইয়ের পাতে ইলিশ, পকেট থেকে খসবে কত, জানুন বাজার দর

সংক্ষিপ্ত

জামাইয়ের পাতে টাটকা ইলিশ কিংবা চিতল বাজার যাওয়ার আগে জেনে নিন পকেট থেকে খসতে চলেছে কত

রাত পোহালেই জামাইয়ের দেখা মিলবে বাড়িতে। সকাল থেকে রাত তাই নিয়েই ব্যস্ততা তুঙ্গে। হাতে মাত্র একটা দিন। অধিকাংশ বাড়ির বাজার পর্বই সারা হবে আজ রাতে। কোন কোন পদে সাজানো হবে জামাইষষ্ঠীর মেনু, তা নিয়েও রসনায় জল্পনা এখন তুঙ্গে। হরেক রকম পদ বই পড়ে বা নিজের কোনও রেসিপিতে তৈরি করে জামাইকে খাওয়ানোর ইচ্ছে তো থাকে সকলেরই। কিন্তু কোন পদে রান্না হবে তার জন্য জেনে রাখা প্রয়োজন তার বাজার দর। কথায় আছে মাছে-ভাতে বাঙালী। তাই ভাতের সঙ্গে পাতে থাকবে কোন কোন মাছ, তার বাজার দরই বা কী, জেনে নিন পরিকল্পনা করার আগেই। শিয়ালদহ বাজার অনুযায়ী জামাইষষ্ঠীতে মাছের দাম (প্রতি কেজিতে) থাকছে কেমন, সেই দিকেই নজর রাখুন বাজারে যাওয়ার আগে। (বাজার ভিত্তিতে দামের সামান্য পার্থক্য থাকতে পারে)

  • মৌরলা মাছঃ ১২০ টাকা
  • গঙ্গার বাছাঃ ২৯০ টাকা
  • ইলিশ বড়ঃ ১৮০০ টাকা
  • ইলিশ মাঝারিঃ ৭০০ থেকে ১২০০ টাকা
  • পাবদাঃ ৪০০ টাকা কেজি
  • জাপানী পুঁটিঃ ১৩৫ টাকা
  • বাদগা চিংড়িঃ ৪০০ টাকা
  • রুই মাছঃ ১৬০ টাকা
  • পার্শে মাছঃ ৩৫০ টাকা
  • বাটা মাছঃ ২৫০ টাকা
  • পমফ্রেটঃ ৯০০ টাকা
  • চিতলঃ ৭০০ টাকা

ফলেই এবার বাজার দরের দিকে নজর রেখেই ঠিক করে ফেলুন মাছের ঠিক কোন কোন মাছের পদ জামাইষষ্ঠীর স্পেশান মেনুতে থাকবে।

PREV
click me!

Recommended Stories

নবদ্বীপে মহাপ্রভুর ভোগ দর্শন, কিভাবে পাবেন এই ভোগ জানুন বিস্তারিত
সৌন্দর্য ও সুগন্ধের মেলবন্ধন! এই ৫টি গাছ বাড়িকে বানাবে পারফিউম গার্ডেন