যে কোনও সাজের পূর্ণতা দেয় এই লাল ঠোঁট। এমন কথা সকলেরই জানা। সে কারণে, সকলের ড্রেসিং টেবিলে (Dressing Table), একটা-দুটো লাল লিপস্টিক থেকেই যায়। তবে, এই লালেরও রয়েছে একাধিক শেড। ম্যাট ফুসিয়া, ডিপ ওয়াইন, ক্লাসিক রেড আরও কত কী। ঠোঁট (Lip) রাঙিয়ে তুলতে শুধু লাল লিপস্টিক লাগালেই হল না। লালা লিপস্টিক লাগানোর আগে কয়টি জিনিস মেনে চলা দরকার।
চোখে কালো কাজল, কপালে স্টোন টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক (Red Lipstick)। এথনিক সাজের জন্য আর কি চাই। এদিকে যে কোনও ওয়েস্টার্ন পোশাক পরেন নাই বা কেন, সঙ্গে লাল লিপস্টিক এক্কেবারে পারফেক্ট। যে কোনও সাজের পূর্ণতা দেয় এই লাল ঠোঁট। এমন কথা সকলেরই জানা। সে কারণে, সকলের ড্রেসিং টেবিলে (Dressing Table), একটা-দুটো লাল লিপস্টিক থেকেই যায়। তবে, এই লালেরও রয়েছে একাধিক শেড। ম্যাট ফুসিয়া, ডিপ ওয়াইন, ক্লাসিক রেড আরও কত কী। ঠোঁট (Lip) রাঙিয়ে তুলতে শুধু লাল লিপস্টিক লাগালেই হল না। লালা লিপস্টিক লাগানোর আগে কয়টি জিনিস মেনে চলা দরকার। জেনে নিন কী কী।
ম্যাট, গ্লসি, ক্রিম এবং লিকুইড লাল লিপস্টিক (Red Lipstick) পাওয়া যায়। আপনি কোন অনুষ্ঠানে যাচ্ছেন, কেমন পোশাক পরছেন সেই কথা মাথায় রেখে লিপস্টিক নির্বাচন করুন। সকালের অনুষ্ঠান থাকলে বেছে নিন ম্যাট (Mat) লিপস্টিক, রাতের অনুষ্ঠানে ক্রিম অথবা গ্লসি রেড বেছে নিতে পারেন। সারাদিনের জন্য অনুষ্ঠান হলে বেছে নিতে পারেন লিকুইড লাল লিপস্টিক লাগাতে পারেন।
স্ক্রাবিং
লাল লিপস্টিক লাগানোর আগে ঠোঁট স্ক্রাবিং (Scrubbing) করে নিন। ঠোঁট পরিষ্কার থাকলে লাল লিপস্টিক আরও ভালো ফুটিয়ে উঠবে। ঘরোয়া উপায় ঠোঁট স্ক্রাবিং করতে পারেন। টুথ ব্রাশ দিয়ে ঠোঁট পরিষ্কার করতে পারেন। চিনির স্ক্রাবার ব্যবহার করতে পারেন ঠোঁট পরিষ্কার করতে পারেন। ঠোঁট পরিষ্কার করার পরই লিপ বাম (Lip Bam) লাগিয়ে নিন। এতে ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।
লিপস্টিক ব্যবহারের পদ্ধতি
আরও পড়ুন: আজ তাকে মনে পড়ার দিন, একেবারে অন্য রকম হোক মিসিং ডে, জেনে নিন কী করবেন
আরও পড়ুন: পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং-এর আগে জেনে নিন কয়টি বিষয়, না হলে বাড়তে পারে সমস্যা
আরও পড়ুন: টিপ পরতে ভালবাসলে রয়েছে সুখবর, উন্নতি হবে শরীর-স্বাস্থ্য-মনের