সংক্ষিপ্ত

হাজার হাজার টাকা খরচ করে অনেকে চুল স্ট্রেট করে থাকি। এরপরও চলে স্পা (Spa)।স্ট্রেইট করার পর চুলের সঠিক যত্ন না নিলে দেখা দিতে পারে একাধিক সমস্যা। একদিকে, যেমন চুল সাদা (Gray Hair) হওয়ার সমস্যা দেখা দিতে পারে, তেমনই চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এবার চুল পারমানেন্ট স্ট্রেট (Straight) করার আগে কয়টি জিনিস মাথায় রাখুন।  

সুন্দর চুলের আকর্ষণ সব সময়। লম্বা স্ট্রেট হেয়ার (Straight Hair) সকলেরই পছন্দ। এই কারণে শেষ কটা বছর ধরে ফ্যাশনে রয়েছে স্ট্রেটনিং (Straightening)। আজকাল বহু রমণীরা নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে চুল স্ট্রেট করিয়ে থাকেন। পার্মানেন্ট হোক কিংবা টেম্পুরারি, যে কোনও অনুষ্ঠানে সকলের নজর কাড়তে স্ট্রেট করা মাস্ট। ফ্যাশন দুনিয়ায় এক ধাপ হল চুল স্ট্রেট (Straight) করা। হাজার হাজার টাকা খরচ করে অনেকে চুল স্ট্রেট করে থাকি। এরপরও চলে স্পা (Spa)। চুল ঠিক রাখতে প্রতি মাসে নির্দিষ্ট যত্ন নিতে হয় সকলকে।  স্ট্রেইট করার পর চুলের সঠিক যত্ন না নিলে দেখা দিতে পারে একাধিক সমস্যা। একদিকে, যেমন চুল সাদা (Gray Hair) হওয়ার সমস্যা দেখা দিতে পারে, তেমনই চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এবার চুল পারমানেন্ট স্ট্রেট (Straight) করার আগে কয়টি জিনিস মাথায় রাখুন।  

সবার আগে পেশাদারের সঙ্গে কথা বলুন। পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং (Permanent Hair Straightening) করার সময় বিভিন্ন কেমিক্যাল (Chemical) ব্যবহার করা হয়। তাই প্রয়োজন সঠিক কেমিক্যাল ব্যবহার করা। সকলের চুলের ধরন আলাদা। তাই কোন প্রোডাক্ট আপনার চুলের জন্য উপযুক্ত, তা কতটা ব্যবহার করবেন, সব বিষয় বিস্তারিত জেনে নিন। এই ধরনের প্রোডাক্টের ব্যবহারে অনেকের ত্বকে সমস্যা দেখা দেয়। তাই আগে থেকে পেশাদারের থেকে বিস্তারিত জেনে তবেই চুল স্ট্রেট করাবেন। 

স্ট্রেট করার সময় চুল ধোয়া হয়। এক্ষেত্রে মাথার ত্বক সংবেদনশীল হয়ে ওঠে। তাই পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং (Permanent Hair Straightening) করার পরই শ্যাম্পু করবেন না। চুল স্ট্রেট করার পর পার্লার থেকে নির্দিষ্ট পরামর্শ দিয়ে থাকে। অবশ্যই মেনে চলুন এই নিয়ম। তা না হলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। 

স্ট্রেট চুলে যে কোনও শ্যাম্পু ব্যবহার করা যায় না। তাই এই চুলের জন্য আলাদা শ্যাম্পু (Shampoo) বেছে নিন। এক্ষেত্রে এক্সপার্টের পরামর্শ নিয়ে শ্যাম্পু করবেন। তা না হলে, চুল আবার কার্ল হয়ে যায়। সঙ্গে বেড়ে যেতে পারে চুল পড়ার সমস্যা। 

সঠিক কন্ডিশনার ব্যবহার করতে হবে চুল স্ট্রেট করার পর। পারমানেন্ট স্ট্রেট (Permanent Straight) করার পর সঠিক কনডিশনার ব্যবহার করতে হয়, তা না হলে চুল যেমন আগের অবস্থায় ফিরে যেতে পারে, তেমনই চুলের ক্ষতি হতে পারে। তাই পারমানেন্ট স্ট্রেট করার আগে এই কয়টি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। 

আরও পড়ুন: অনেক হল বেগুন ভাজা-পোড়া, এবার ট্রাই করে দেখুন অসাধারন দই বেগুন

আরও পড়ুন: টিপ পরতে ভালবাসলে রয়েছে সুখবর, উন্নতি হবে শরীর-স্বাস্থ্য-মনের

আরও পড়ুন: শেয়ার মার্কেটেও মোবাইল অ্যাপের ছোঁয়া, সেবির নয়া উদ্যোগ Saa₹thi