এই পদ্ধতি মেনে ব্যবহার করুন হেয়ার অয়েল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা, রইল বিস্তারিত

Published : Oct 23, 2022, 02:15 PM IST
এই পদ্ধতি মেনে ব্যবহার করুন হেয়ার অয়েল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা, রইল বিস্তারিত

সংক্ষিপ্ত

বিশেষজ্ঞদের মতে, চুলের সঠিক যত্ন নিতে অবশ্যই ব্যবহার করুন হেয়ার অয়েল। তবে, চুলে তেল দিলেই হল। উপকার পেতে সঠিক পদ্ধতি মেনে তেল ব্যবহার করা প্রয়োজন। এবার থেকে চুলের যত্নে এই পদ্ধতি মেনে ব্যবহার করুন হেয়ার অয়েল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা। 

চুলের রুক্ষ্ম ভাব দূর করতে, নতুন চুল গজাতে কিংবা চুল নরম করতে অনেকেই তেল ব্যবহার করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, চুলের সঠিক যত্ন নিতে অবশ্যই ব্যবহার করুন হেয়ার অয়েল। তবে, চুলে তেল দিলেই হল। উপকার পেতে সঠিক পদ্ধতি মেনে তেল ব্যবহার করা প্রয়োজন। এবার থেকে চুলের যত্নে এই পদ্ধতি মেনে ব্যবহার করুন হেয়ার অয়েল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা। 

সবার আগে চুলের উপযুক্ত তেল বেছে নিন। বাজার চলতি নানান কোম্পানির তেল আছে। এমন তেল বেছে নিন যা চুলের জন্য উপযুক্ত হবে। তেমনই সমস্যা বুঝে তেল বেছে নিন। চুলের ঘনত্ব বৃদ্ধি করতে হলে একটি তেল বেছে নিন। তেমনই যাদের অকাল পক্কতা বা খুশকির সমস্যা আছে, তারা বেছে নিন অন্য তেল। 

এবার তেল গরম করে নিন। একটি পাত্রে জল নিন। অপর একটি ছোট পাত্রে তেল নিন। জল গরম হলে সেই বাটিটি জলের পাত্রে বসিয়ে দিন। এভাবে তেল গরম করুন। 

তেল হালকা ঠান্ডা করে তা স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। অন্তত ২০ মিনিট রাখুন। এবার একটি পাত্রে গরম জল নিন। এবার তাতে তোয়ালে ডোবান। তা ভালো করে জল চিপে নিন। এই তোয়ালে মাথায় জড়িয়ে নিন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। 

চুল নিয়ে নানান সমস্যা চলতেই থাকে। চুল পড়া, অকাল পক্কতা, খুশকি থেকে শুষ্ক চুলের সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে শীত পড়ার সময় বাড়ে এই জটিলতা। সারা শীত জুড়ে চুল নিয়ে দেখা দেয় নানান জটিলতা। এই সময় চুলের যত্নে ব্যবহার তেল। 

খুশকির সমস্যা দূর করতে নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে মাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। 

ডিম ও দারুচিনি তেল দিয়ে বানাতে পারেন প্যাক। রুক্ষ্ম চুলের সমস্যা দূর হবে এর গুণে। একটি পাত্রে ডিমের হলুদ অংশ নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান দারুচিনি তেল। ভালো করে মিশিয়ে নিন। এবার ডিম ও দারুচিনি তেল দিয়ে তৈরি মাস্ক স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। 

চুলের ঘনত্ব বৃদ্ধি করতে ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখুন। দ্রুত মিলবে উপকার। সঙ্গে এই পদ্ধতি মেনে ব্যবহার করুন হেয়ার অয়েল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা। 
 

আরও পড়ুুন- উৎসবের মরশুমে ত্বককে রক্ষ্মা করতে মেনে চলুন এই বিশেষ টিপস, জেনে নিন কী করবেন

আরও পড়ুন- দীপাবলিতে উপহার দিতে বেছে নিন এর মধ্যে একটি, প্রেম হবে আরও গাঢ়, মজবুত হবে সম্পর্ক

আরও পড়ুন- দীপাবলিতে নিজের হাতে বানিয়ে ফেলুন এই কয়টি পদ, রইলে স্পেশ্যাল মিষ্টির হদিশ

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি
কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে