এই সময় সকলের নজর কাড়তে নানান পণ্য ব্যবহার করে থাকেন সকলে। এর থেকে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। উৎসবের মরশুমে ত্বককে রক্ষ্মা করতে মেনে চলুন এই বিশেষ টিপস, জেনে নিন কী করবেন।
চারিদিক সেজে উঠেছে রকমারী আলোতে। রাত পোহালেই আলোর উৎসব। সর্বত্র ধনতেরাস দিয়ে শুরু হবে মায়ের আরাধনা। উৎসব চলছে ভাইফোঁটা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এই সময় সকলেই ব্যস্ত ত্বকের যত্ন নিতে। উৎসবের এই কদিন সকলের নজর কাড়তে মরিয়া সকলে। এই সময় সকলের নজর কাড়তে নানান পণ্য ব্যবহার করে থাকেন সকলে। এর থেকে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। উৎসবের মরশুমে ত্বককে রক্ষ্মা করতে মেনে চলুন এই বিশেষ টিপস, জেনে নিন কী করবেন।
ক্লিনজিং করুন ঠিক ভাবে। এই সময় মুখে নানান মেকআপ ব্যবহার করে থাকেন অনেকে। এর থেকে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। এবার পুজোর সময় মেকআপ করার আগে ও পরে ভালো করে মুখ পরিষ্কার করুন। সঠিক পণ্য ব্যবহার করুন। রোমকূপের মধ্যে যেন নোংরা জমে না থাকে তা নিশ্চিত করুন।
এই সময় অবশ্যই ময়েশ্চরাইজার লাগাবেন। ভাইফোঁটার দিন মুখে ময়েশ্চরাইজার লাগানো আবশ্যক। তা না হলে ত্বক রুক্ষ্ম হয়ে যাবে। মেনে চলুন এই বিশেষ টিপস। ত্বকের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখুন। এই সময় রোজ সঠিক ময়েশ্চরাইজার ব্যবহার করুন।
ভিটামিন ই ব্যবহার করতে পারেন। এতে ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে। বিভিন্ন মেকআপ ব্যবহারে ত্বকের অনেক রকম ক্ষতি হয়। এর থেকে মুক্তি পেতে পারেন ভিটামিন ই ব্যবহারে। ভিটামিন ই ব্যবহার করে ঘরোয়া প্যাক বানাতে পারেন। কিংবা রোজের ব্যবহৃত ময়েশ্চরাইজারে মিশিয়ে নিন ভিটামিন ই ক্যাপসুল।
হট বাথ নেবেন না এই সময়। এতে ত্বকের ক্ষতি হয়। আমরা অনেকে এই ভুল করে থাকে। উৎসবের এই কটা দিন হট বাথ নেওয়া থেকে বিরত থাকুন।
ত্বক ভালো রাখতে রোজ পর্যাপ্ত সময় ঘুমান। দিনে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন। এতে ত্বক ভালো থাকে। মেনে চলুন এই বিশেষ টোটকা। ঘুম কম হলে একদিকে যেমন ডার্ক সার্কেলের সমস্যা দেখা দেয়, তেমনই ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে যায়। মেনে চলুন এই বিশেষ টোটকা।
ধনতেরাস দিয়ে শুরু হবে মায়ের আরাধনা। বাঙালির আরও এক বড় উৎসব হল কালীপুজো। আর উৎসব মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর ফ্যাশন। এই সময় পোশাক থেকে সাজগোজ সব নিয়েই চলে বিশেষ চর্চা। পুজোর সময় ত্বককে রক্ষা করতে মেনে চলুন এই বিশেষ টোটকা।
আরও পড়ুন- দীপাবলিতে উপহার দিতে বেছে নিন এর মধ্যে একটি, প্রেম হবে আরও গাঢ়, মজবুত হবে সম্পর্ক
আরও পড়ুন- দীপাবলিতে নিজের হাতে বানিয়ে ফেলুন এই কয়টি পদ, রইলে স্পেশ্যাল মিষ্টির হদিশ