ঠান্ডা পানিতে সংরক্ষণ
ঠান্ডা পানিতে সংরক্ষণ করলে সবজি বেশিদিন তাজা থাকে। সব ধরনের সবজি এভাবে সংরক্ষণ করা যায় না। শুধু আলু, গাজর, পালং শাকের মতো সবজি ঠান্ডা পানিতে সংরক্ষণ করা যায়। এতে করে সবজি বেশিদিন নষ্ট হয় না।
প্রতি ২ দিন অন্তর পানি বদলাতে হবে। এতে সবজি তাজা থাকবে। এই পদ্ধতিতে বেরি, আপেল, শসার মতো ফল ও সবজি সংরক্ষণ করা যায়।