উৎসবে হারিয়ে যান পুরনো দিনে, রেঁধে ফেলুন মৌরলা মাছের ওলট-পালট, রইল সহজ রেসিপি

Published : Sep 25, 2025, 11:16 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Fish Recipe: খুব সহজেই একটি রেসিপি বানিয়ে ফেলুন মৌরলা মাছের ওলোট পালোট। মা ঠাকুমাদের আমলের মৌরলা মাছের রেসিপিকে আবার ফিরে পাওয়া।

Fish Recipe: বাঙালি তো মাছে ভাতে বাঙালি। কিছু নিরামিষের দিন ছাড়া বাঙালির মাছ নাহলে ভাত সরে না। এখন সেটা বড় মাছ হোক বা ছোট মাছ। ছোট মাছ গুলির মধ্যে মৌরলা মাছ অনেকেই ভালোবাসে। মৌরলা মাছের ঝাল, মৌরলা মাছের চচ্চড়ি, মৌরলা মাছের ভাজা খুবই জনপ্রিয়। আজকে মৌরালা মাছের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাদের সকলেরই ভালো লাগবে। এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারেন। চলুন দেখে নেয়া যাক মৌরলা মাছের ওলোট পালোট।

কীভাবে রান্না করবেন? 

মৌরলা মাছের ওলোট পালোট

উপকরণ :-

* মৌরলা মাছের ২৫০ গ্ৰাম

* হলুদ গুড়ো ১ টেবিল চামচ

* লঙ্কা গুড়ো ১.৫ টেবিল চামচ

* নুন স্বাদমতো

* ২ টো টমেটো (কোচানো)

* ২ টো পিঁয়াজ (কোচানো)

* কাঁচা লঙ্কা ৪-৫ টি

* সর্ষে বাটা ৪-৫ টেবিল চামচ

* ধনেপাতা কুঁচি ১ মুঠো

* সরষের তেল পরিমাণ মতো

* কলাপাতা ৩-৪ টুকরো (মাঝারি মাপের কাটা)

প্রণালী :-

প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটি বড় আকারের পাত্র নিয়ে তাতে পিঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ,ধনেপাতা কুঁচি, সরষে বাটা, চেরা কাঁচা লঙ্কা আর ৬-৭ টেবিল চামচ সরষের তেল আর দিতে হবে স্বাদমতো নুন। এরপর সমস্ত উপকরণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর মেখে নেওয়া মশলার মধ্যে দিতে হবে মৌরলা মাছ। 

মাছ দিয়ে একদম হালকা হাতে মশলার সাথে মাছ টাকে মেখে নিতে হবে। তারপর গ্যাস জ্বেলে একটি চাটু বা ফ্রাই প্যান বসিয়ে তাতে দুটি কলাপাতা দিয়ে মশলা মাখানো মাছ দিয়ে দিতে হবে। তারপর ওপর থেকে আরও দুটি কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে তার ওপরে আরও একটি চাটু বা ফ্রাই প্যান দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর ৪-৫ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। 

এরপর লো – ফ্রেমে আরও ৩-৪ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। তারপর খুব সাবধানে কাপড় এর সাহায্যে চাটু বা ফ্রাই প্যান এর দুটো দিক ধরে উল্টে দিয়ে আরও ৩-৪ মিনিট লো – ফ্রেমে রান্না করে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে ওপর থেকে কিছুটা ধনেপাতা র কুঁচি ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরী পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি মৌরলা মাছের ওলট পালোট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে সাতটি সুপারফুড, জানুন একঝলকে
শীতের দিনে মুখের স্বাদ বদলান, খুব সহজেই বানিয়ে ফেলুন পালং কর্ন রেসিপি