শীতের সবজি পেঁয়াজকলি দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি মৌরলা মাছের চচ্চড়ি, রইল সহজ রেসিপি

Published : Nov 30, 2025, 01:51 PM IST
vegetables

সংক্ষিপ্ত

Food Tips: আমিষ হোক বা নিরামিষ, শীতের নানা রকমের সবজি দিয়ে সুস্বাদু নানা পদ রেঁধে খাওয়ার মজাই আলাদা। তাই শীতের মরশুমে আপনার শীতের ফ্রিজে যদি বাজার থেকে আনা পিঁয়াজকলি থাকে তাহলে চটজলদি বানিয়ে খান মাছের এই রেসিপিটি।

Food Tips: শীতের সবজি মানেই সুস্বাদু নানা ধরনের পদ। সবজি দিয়ে যেকোনো খাবার তৈরিতে তুলনামূলক সময় কম লাগে। রেসিপি জানা থাকলে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন সটেড ভেজিটেবল। আসলে কঠিন কিছু নয়। কেবল সময় ধরে সেদ্ধ করা এবং তারপর অল্প বাটারে হালকা ভেজে নেওয়া। তবে পদ্ধতি ঠিক রাখতে হবে।

ফ্রিজে যদি বাজার থেকে আনা পিঁয়াজকলি থাকে তাহলে বাঁধা ধরা ছকের বাইরে গিয়ে বানিয়ে নিতে পারেন পিঁয়াজকলি ও মাছ দিয়ে সুস্বাদু পদ। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন মৌরলা মাছ। আর তাছাড়াও মনে রাখবেন শীতের দুপুরে কিন্তু পিঁয়াজকলি দিয়ে প্রতিদিন বিভিন্ন পদ রান্না কিন্তু মাস্ট। আর তাই মৌরলা মাছ ও পিঁয়াজকলি দিয়ে সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পদ পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি।

* এই চচ্চড়ি বানাতে উপকরণ লাগবে:

* মৌরলা মাছ ৩০০ গ্রাম,

* পিঁয়াজকলি ১-২ আঁটি,

* পেঁয়াজ ১টি (বড়),

* আদা বাটা ১ চা চামচ,

* রসুন বাটা ১ চা চামচ,

* হলুদ গুঁড়ো ১ চা চামচ,

* লঙ্কা গুঁড়ো ১ চা চামচ,

* জিরে গুঁড়ো ১ চা চামচ,

* ধনে গুঁড়ো আধ চা চামচ,

* কালোজিরে ১ চা চামচ,

* সর্ষের তেল- প্রয়োজনমতো,

* নুন স্বাদমতো,

* কাঁচালঙ্কা ২-৩টি

প্রথমে বাজার থেকে আনা মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নুন-হলুদ মাখিয়ে নিন। এরপর আলাদা করে পিঁয়াজকলি, কেটে পরিষ্কার করে নিন। অন্য একটি কড়াইতে মাছ ভালো করে ভেজে তুলে নিন। এরপর কড়াইতে পিঁয়াজ ও রসুন ভেজে নিয়ে তাতে একে একে কালোজিরে, লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে রাখা মাছ ও কেটে রাখা পিঁয়াজকলি দিয়ে ভালভাবে নাড়িয়ে নিন। এরপর এতে একে একে নুন, লঙ্কাগুড়ো, আদাবাটা, জিরে ও হলুদ গুঁড়ো দিয়ে সামান্য নাড়িয়ে নিন। খানিক নরম হয়ে এলে তাতে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন। সিদ্ধ হয়ে এলে উপর থেকে কাঁচা লঙ্কা ও কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে সাতটি সুপারফুড, জানুন একঝলকে
শীতের দিনে মুখের স্বাদ বদলান, খুব সহজেই বানিয়ে ফেলুন পালং কর্ন রেসিপি