মোয়ার জন্য ফেরিওয়ালার অপেক্ষায় দিন গুনছেন? নিজের হাতেই তৈরি করে নিন এই পদ্ধতিতে

মোয়ার জন্য জয়নগরের অপেক্ষা না-ও করতে পারেন। বাড়িতে বসে নিজের হাতেই বানিয়ে নেওয়া যায় সুস্বাদু মিষ্টি মোয়া।

‘আমার মোয়া খাবে যে, বৃন্দাবনে যাবে সে – জয়নগরের মোয়া’, এই বলে শীতের দুপুরে হাঁক দিয়ে যেতেন ফেরিওয়ালারা। কলকাতার রাস্তায় আগের মতো মোয়া বিক্রির চল আর নেই, তবে একটু শহরতলির দিকে গেলেই এখনও অলিতে- গলিতে ঘুরে বেরায় জয়নগরের গন্ধ, আর নলেন গুড়ের মিষ্টত্ব। মোয়া মানেই শীতকাল, আর শীতকাল মানেই মিষ্টির পার্বণ।

মোয়ার জন্য জয়নগরের অপেক্ষা না-ও করতে পারেন। বাড়িতে বসে নিজের হাতেই বানিয়ে নেওয়া যায় সুস্বাদু মিষ্টি মোয়া। জেনে নিন তার রেসিপি:–

Latest Videos

উপকরণ:

১। কনকচূড় ধানের খ‌ই: ২৫০ গ্রাম

২। চিনি: ১ কাপ

৩। নলেন গুড়: ১ কাপ

৪। খোয়া ক্ষীর: ১৫০ গ্রাম

৫। জল: ২ কাপ

৬। ঘি:১ চা চামচ

৭। গুঁড়ো এলাচ: ১/৪ চা চামচ

৮। সামান্য কাজু, কিশমিশ ও পেস্তা

প্রণালী:

১। একটা কড়াইতে আধ কাপ গুড় ও দেড় কাপ জল দিয়ে একসঙ্গে ফোটাতে থাকুন। যতক্ষণ মিশ্রণটি ফুটে রস গাঢ় হচ্ছে, তত ক্ষণ জ্বাল দিয়ে যেতে হবে।

২। গুড় একটু আঠালো হয়ে এলে কড়াইটি আগুন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিন। এর পর কড়াইতে খ‌ই দিয়ে দিয়ে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

৩। এর পর অন্য একটি পাত্রে বাকি আধ কাপ গুড় এবং আরও এক কাপ জল দিয়ে অল্প ‌‌‌আঁচে‌‌ ৫-৬ মিনিট ফুটিয়ে নিন। পাতলা রস তৈরি হলে নামিয়ে নিন।

৪। আগে থেকে তৈরি খ‌ইয়ের মিশ্রণের মধ্যে এই রস-এর থেকে অর্ধেকটা ছড়িয়ে ঢাকা দিয়ে দিন।

৫। ঢাকা অবস্থায় ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিতে হবে। এতে খ‌ই নরম হয়ে যাবে।

৬। মাঝে এক ঘণ্টার মাথায় খ‌ই এর মধ্যে ১০০ গ্রাম খোয়া ক্ষীর গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে।

৭। মোয়া তৈরির আগে খইয়ে এলাচ গুঁড়ো আর ঘি ভাল করে মিশিয়ে মোয়ার আকারে মণ্ড গড়ে নিতে হবে। উপর থেকে কাজু, কিশমিশ,পেস্তা আর বাকি খোয়া ক্ষীর ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে যাবে জয়নগরের মোয়া।



-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী