জন্মাষ্টমী মানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। বিশেষ এই দিনে মহা সাড়ম্বরে জন্মাষ্টমীর আয়োজন হয় ঘরে-ঘরে। এদিন গোপালের জন্মদিন উপলক্ষে নানারকম ভোগ -মিষ্টান্ন নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে। আপনিও এই বিশেষ দিনে বাড়িতে বানিয়ে ফেলুন গোপালের পছন্দের বিশেষ কিছু ভোগ।
25
গোপালকে নিবেদন করুন তালের বড়া
জন্মাষ্টমী তিথিতে বাড়িতে গোপাল পুজোয় গোপালকে নিবেদন করুন তালের বড়া। শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় খাবার হল এই তালের বড়া। বাড়িতেই তাল, দুধ, ময়দা আর চিনি ও সুজির সংমিশ্রণে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই বড়া।
35
মালপোয়া
শাস্ত্রমতে মালপোয়া হল শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় ভোগ। পুুরাণ অনুসারে দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রিয় খাবার ছিল মালপোয়া। মুরলীধরের হাতের মালপোয়া খেতে পছন্দ করতেন শ্রীকৃষ্ণ। ফলে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে মালপোয়া নিবেদন করতে ভুলবেন না।
শ্রীকৃষ্ণের অন্যতম জনপ্রিয় ভোগ হল মোহনভোগ। কথিত আছে জন্মাষ্টমীতে মোহনভোগ নিবেদন না করলে কৃষ্ণের পুজো সম্পন্ন হয় না। তাই গোপাল জন্মাষ্টমীতে ঠাকুরকে মোহনভোগ দিতে ভুলবেন না।
55
শ্রীখণ্ড
জন্মাষ্টমীতে গোপালকে দই দিয়ে শ্রীখণ্ড নিবেদন করুন। দই দিয়ে তৈরি এই প্রসাদ ভারতের পশ্চিমাঞ্চলে ব্যাপক জনপ্রিয়। শ্রীকৃষ্ণের কৃপা লাভে দই দিয়ে তৈরি এই ভোগ জন্মাষ্টমীতে নিবেদন করুন।