দেশে জনপ্রিয় কিন্তু বিদেশে নিষিদ্ধ এই পণ্যগুলি, একনজরে দেখুন তালিকা
Food News: দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু খাবার খেয়ে থাকি যেগুলো ভারতে রমরমিয়ে চললেও বিদেশের বাজারে একদম নিষিদ্ধ। জানেন কোন খাবার সেগুলো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কেচাপ
চাউমিন, পরোটা, স্যান্ডউইচ, পাউরুটি দিয়ে খাওয়ার জন্য ভারতের বাজারে টমেটো কেচাপের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে বাচ্চারা কেচাপ দিয়ে রুটি, ম্যাগি, নুডলস জাতীয় খাবার খেতে পছন্দ করে। কিন্তু ফ্রান্সে এই টমেটো কেচাপ সম্পূর্ণ নিষিদ্ধ। স্কুল-কলেজ কোথাও আপনি এটি দেখতে পাবেন না। কারণ, ফ্রান্স সরকার সেদেশের শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের কথা ভেবে ক্যাফে-রেস্তোঁরায় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কেচাপের ব্যবহার।
সিঙ্গারা
সন্ধ্যাবেলার টিফিন হোক কিংবা অতিথি অ্যাপায়নে ভারতীয়দের মধ্যে চায়ের সঙ্গে সিঙ্গারা খাওয়ার প্রবণতা ব্যাপক লক্ষ্য করা যায়। কিন্ত দক্ষিণ আফ্রিকার দেশ সোমালিয়ায় ২০১১ সাল থেকে সিঙ্গারা খাওয়া ও বিক্রিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ, সিঙ্গারার ত্রিকোণ আকৃতি খ্রিস্ট ধর্মের প্রতীক। তাই সেখানে এটি খাওয়া নিষেধ।
কিন্ডারজয়
ভারতের বাজারে কিন্ডারজয় শিশুদের কাছে খুবই একটি জনপ্রিয় খাবার। বিশেষ করে এর সঙ্গে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায় বলে এটি বাচ্চাদের কাছে আরও বেশি আকর্ষণীয়। তবে আমেরিকায় এটি নিষিদ্ধ। কারণ, কিন্ডারজয় গলায় আটকে গিয়ে বেশকিছু শিশুর স্বাস্থ্য সঙ্কটের কথা সামনে আসার পর থেকে মার্কিন সরকার এই খাবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
চুইংগাম
আট থেকে আশি বিশেষ করে খেলোয়াড়দের মধ্যে চুইংগাম ভীষণ জনপ্রিয়। কারণ, এটি গলা ভেজা রাখে এবং মুখের ব্যায়ামের কাজ করে। যদিও এই চুইংগাম খাওয়া নিষিদ্ধ সিঙ্গাপুরে। এরজন্য সেখানে রয়েছে কঠোর আইনও। সেখানে এটি বিক্রি হয় না।
রেডবুল
রেডবুল এনার্জি ড্রিঙ্কস হিসেবে দারুণ জনপ্রিয়। এতে ক্যাফিনের মাত্রা বেশি থাকে বলে ভারতে এটা জনপ্রিয় হলেও ফ্রান্স-নরওয়ের মতো দেশে রেডবুল নিষিদ্ধ। এমনকি ইউরোপের কিছু দেশে ১৮ বছরের নীচে কাউকে রেডবুল বিক্রি করা হয় না।
লাইফবয় সাবান
ভারতে লাইফবয় সাবান জীবাণুনাশে মানুষের জন্য ব্যবহার করা হলেও বিদেশে এটি পশুদের ওপর ব্যবহার করা হয়। কারণ, এতে অনেক ক্ষতিকর উপাদান থাকে বলে মনে করেন বিদেশি চিকিৎসকরা। ফলে ভারতে যে সাবান বাড়ি-বাড়ি দেখা যায় বিদেশে সেই একই সাবান পশুদের স্নান করানোর সময় ব্যবহার করা হয়।
ডিসপ্রিন
আমাদের দেশে মাথা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তির জন্য অহরহ ডিসপ্রিন ওষুধের ব্যবহারের চল রয়েছে। কিন্তু বিদেশে বিশেষ করে আমেরিকা ও ইউরোপের দেশে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ।

