তেলাপোকা তাড়ানোর সহজ চারটি ঘরোয়া টিপস রইল আপনার জন্য। আরশোলার হাত থেকে মুক্তি পাওয়া খুবই সহজ।
একটি আরশোলা বা তেলাপোকা- আপনার বাড়ির স্বাস্থ্যকর পরিবেশকে অস্বাস্থ্যকর করার জন্য যথেষ্ট। বারবার বাড়ি পরিষ্কার করছেন কিন্তু কিছুতেই আরশোলা তাড়াতে পারছেন না। রীতিমত বিরক্ত হয়ে গেছেন অনেকেই- দ্রুত আরশোলার হাত থেকে বাঁচতে অনেকেই রাসায়নিক ব্যবহার করেন। তবে আবার রাসায়নিক স্প্রে বাড়ির সবজায়গায় করা ঠিকও নয়। বিশেষ খরে রান্নাঘর বা খাবার ঘরে। অথচ এইদুটি এলাকাই আরশোলার ঘাঁটি। কিন্তু তাতেও তেমন কোনও সুরাহা হচ্ছে না।
অন্যদিকে আরশোলা বা তেলাপোকা দ্রুত জীবাণু ছড়িয়ে দেয়। তা ক্ষতিকরে আপনার ও আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য। পেটখারাপ, বদহজমসহ একাধিক সমস্যার প্রাদুর্ভাব দেখা দিতে পারেই তাই বাড়িতেই সজহ উপায়ে আরশোলার হাত থেকে বাঁচার কতগুলি সহজ টোটকা দিলাম।
১. চিনি আর বেকিং সোডার ব্যবহার-
আরশোলা বেকিং সোডার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই চিনির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘরের কোনাগুলিতে ছিটিয়ে দিন। চিনির গন্ধে আরশোলা আসবে। আর বেকিংসোডা মেশানো চিনি খেয়ে মরে যাবে। সপ্তাহে দুবার যদি এই টোটকা ব্যবহার করেন তাহলে আরশোলার হাত থেকে রেহাই পাবেন।
২. বোরিক পাউডার-
বোরিক পাউডারএটি ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটি একধরনের অ্যাসিড। আরশোলা তাড়ানোর জন্য এটি গুরুত্বপূর্ণ। এক চামচ বরিক পাউডার, এক চামচ আটা বা ময়দা আর এক চামচ কোকো পাউডার মিশিয়ে নিন ভালো করে। তারপর সেটি গোটা বাড়ির কোনায় কোনায় দিয়ে দিন। সপ্তাহে তিনবার করলে অনেকটাই কমে যাবে আরশোলার উপদ্রব।
৩. তেজপাতা- আরশোলা তাড়ানোর সবচেয়ে ভালো ও সহজ উপায় হল তেজপাতা। তেজপাতার তীব্র ঝাঁঝালো গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। তাই তেজপাতা গুঁড়ে করে বাড়়ির সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তাতে আরশোলার হাত থেকে রেহাই পাওয়া যাবে।
৪. গোলমরিচ পেঁয়াজ, রসুন
গোলমরিচ, পেঁয়াজ ও রসুন দিয়ে একটি মিশ্রন তৈরি করে সেটি এক লিটার জলে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রন দিয়ে প্রত্যেক দিন ঘর পরিষ্কার করুন। বাড়ির রান্না ঘরের তাক ও রান্না ঘর যদি এটা দিয়ে মোছেন তাহলে আর সেখানে আরশোলা হবে না। কারণ এগুলির ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না আরশোলা।