রাখিতে জন্য স্পেশাল গিফট, দেখুন ডেইলি লাইফস্টাইল

  • রাখি মানে ভালোবাসার বন্ধন
  • অভিভক্ত বঙ্গে রাখির চল শুরু হয় কবিগুরুর হাত ধরে
  • বঙ্গভঙ্গ রোধে এই রাখি উৎসবের সাহায্য নিয়ে ছিলেন তিনি
  • সেই রাখি উৎসব এখন বঙ্গ জীবনের অঙ্গ

Share this Video

কয়েক দিন পরেই রাখি৷ রাখি মানে ভালোবাসার বন্ধন। অভিভক্ত বঙ্গে রাখির চল শুরু হয় কবিগুরুর হাত ধরে। বঙ্গভঙ্গ রোধে এই রাখি উৎসবের সাহায্য নিয়ে ছিলেন তিনি। সেই রাখি উৎসব এখন বঙ্গ জীবনের অঙ্গ। বিশেষ এই দিনটাই সমস্ত ঝগড়া, খুনসুটি ভুলে ভাই-বোনের সম্পর্কের মধুর দিকটাই গুরুত্ব পায়৷ তাই এই বিশেষ দিনে কেমন ধরনের উপহার কিনবেন, সেটাই চিন্তার বিষয়! আর আপনার সেই পরিকল্পনাতেই আপনাকে সাহায্য করবে এশিয়ানেট বাংলা। এক নজরে দেখে নিন। উপহারের তালিকায় রাখতে পারেন গল্পের বই। অথবা দিতে পারেন কোনও শপিং ভাউচার। 

Related Video