হৃদরোগের সঙ্গেও আদার সম্পর্ক আদায়-কাঁচকলায়, সেটা না জানলে জেনে নিজের জীবন বাঁচান

  • আদা শুধু বৃষ্টিবাদলার দিনেই নয়, প্রতিদিনই খাওয়া উচিত
  • আদায় থাকে জিনজেরল, যা বমিভাব কমাতে কাজে দেয়
  • গাঁটে ব্যথা ও জড়তায় কাজে দেয় আদাে
  • সুগারের পেশেন্টদের নিয়মিত আদা খাওয়া উচিত

বৃষ্টির সময়ে কাকভেজা ভিজে এসে আদা-চায়ের স্বাদ স্মৃতি কার না রয়েছে? কিন্তু শুধুই  বৃষ্টি-বাদলার দিনে নয়,  প্রতিদিনই একটুখানি আদা আমাদের প্রত্য়েকেরই খাওয়া উচিতকারণ এতে রয়েছে অনেক গুণ

১০০ গ্রাম আদা থেকে পাওয়া যায় ৮০ ক্য়ালোরি১০০ গ্রাম আদায় টোট্য়াল ফ্য়াট থাকে ০.৮ গ্রাম, যার মধ্য়ে স্য়াচুরেটেড ফ্য়াট ০.২ গ্রাম, পলিআনস্য়াচুরেটেড ফ্য়াট ০.২ গ্রাম, মনোআনস্য়াচুরেটেড ফ্য়াট ০.২ গ্রাম সোডিয়াম থাকে ১৩ মিলিগ্রাম, পটাশিয়াম ৪১৫ মিলিগ্রাম, টোটাল কার্বোহাইড্রেট ১৮ গ্রাম প্রোটিন ১.৮ গ্রাম থাকে আদায় এছাড়াও থাকে ক্য়ালশিয়াম, আয়রন, ভিটামিন-সি, ভিটামিন-বি৬ ও ম্য়াগনেশিয়াম

Latest Videos

আদাতে থাকে বায়োঅ্য়াকটিভ কমপাউন্ড জিনজেরল যার রীতিমতো ঔষধী গুণ আছে অ্য়ান্টি ইনফ্লেমেটরি ও অ্য়ান্টি অক্সিডেন্ট গুণাবলী থাকে এই জিনজেরলে বমিবমি ভাবে খুব উপকার দেয় আদা সি-সিকনেসে ভাল কাজ দেয় আদা সার্জারি বা কেমোথেরাপির পর রোগী যদি বমি করেন, তাহলে বমি বন্ধ করার একটি প্রাকৃতিক উপাদান হল আদা গর্ভবতী মহিলাদের মর্নিং সিকনেসেও কাজে দেয় আদা ১ থেকে ১.৫ গ্রাম আদা বিভিন্ন ধরনের বমি কমাতে সাহায্য় করে ব্য়ায়াম করার ফলে যে পেশিতে ব্য়থা হয়, তা কমাতেও সাহায্য় করে আদা দেখা গিয়েছে, ব্য়ায়াম করার ফলে যাঁদের পেশির ব্য়থা হয়, তাঁদের ক্ষেত্রে কয়েকগ্রাম আদা ভীষণ ভাল কাজে দেয়

অস্টিও আর্থারাইটিস একটি সাধারণ সমস্য়া এর ফলে যে গাঁটে ব্যথা হয়, সেই ব্যথা ও জড়তা কমাতে কাজে দেয় আদা ব্লাড সুগার কমাতে খুব ভাল কাজে দেয় আদা  ২০১৫ সালের এক পরীক্ষায় দেখা গিয়েছে, টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত ৪১ জন রোগীকে রোজ ২ গ্রাম করে আদার গুঁড়ো দেওয়ার ফলে তাদের ফাস্টিং ব্লাড সুগার কমেছে ১২ শতাংশ টাইপ-টু ডায়াবেটিকে যাঁরা আক্রান্ত তাঁদের হার্ট ডিজিজের ঝুঁকি কমায়পেটে ব্য়থা ও অস্বস্তি কমাতে ভাল কাজে দেয় আদামহিলাদের মাসিক থেকে ব্য়থা হয়, তা কমাতে সাহায্য় করে আদারক্তের ট্রাইগ্লিসারাইড ও এলডিএল কোলেস্টেরল কমাতে বিশেষ ভূমিকা নেয় আদাক্য়ানসার প্রতিরোধে কাজ করে আদায় থাকা ' সিক্স জিনজেরল'বয়স্কদের বার্ধক্য়জনিত যে মস্তিষ্কের ক্ষয় হয় তার থেকে রক্ষা করতেও কাজে দেয় আদা জিনজিভাইটিস, পেরিঅডনটাইটিসের মতো মাড়ির অসুখে, রেসপিরেটরি ইনফেনের মতো নানান সংক্রমণে কাজ দেয় আদা

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News