ক্যান্সার রোধ করতে সকালে খালি পেটে খান একমুঠো ভেজানো ছোলা

Published : Jul 11, 2019, 08:16 PM IST
ক্যান্সার রোধ করতে সকালে খালি পেটে খান একমুঠো ভেজানো ছোলা

সংক্ষিপ্ত

ছোলা খাওয়ার উপকারিতা শরীর ভালো রাখতে সকালে এক কাপ ছোলা খান স্বাস্থের পক্ষে এটির প্রভাব অনেক কমাতে পারে ক্যান্সারের সম্ভাবনা

ছোলা খাওয়ার উপকারিতা অনেক। তাই সকালে উঠে ছোলা খেলে শরীরের নানা সমস্যার সমাধান এক চুটকিতে সম্ভব। ক্যান্সারের মতন অসুখও রোধ করার ক্ষমতা রাখে ছোলা। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে একমুঠো ছোলা ভিজিয়ে রাখুন। সকালে ওঠে সেই ছোলা খেলে রোগ ব্যাধির সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।

আরও পড়ুনঃ ফ্রিজে ডিম রেখে খাচ্ছেন! জেনে রাখুন শরীরে দেখা দিতে পারে কী কী রোগ

তাই জেনে নিন এক মুঠো ছোলা খাওয়ার উপকারিতা
১. রক্তচলাচল স্বাভাবিক করতে সাহায্য করে ছোলা। ফলেই রক্ত সঞ্চালনের সঠিক রাখতে ছোলার ভুমিকা অনবদ্য।
২. ক্যান্সার রোগ প্রতিরোধ করতে ছোলা খাওয়া ভালো। এক গবেষণায় প্রমাণ হয়েছে যে ক্যান্সারের ঝুঁকি এড়ানোর ক্ষমতা ছোলার বেশি।
৩. কোলেস্টেরল আয়ত্বে রাখতে ছোলা খান। শরীরেরক অতিরিক্ত মেদ কমিয়ে দেয়। যার ফলে শরীরে চর্বির পরিমাণ কমে যায়।
৪. ডায়াবেটিস বা মধুমেহ রোগীদের ক্ষেত্রে এটি খুব উপকারী। ফলেই সকালে এক কাপ ছোলা ভেজানো খান।
৫. হার্ট ভালো রাখতে সাহায্য করে। যেহেতু ছোলা খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই তা হার্টের পক্ষে ভালো।  

৬. হাড়ের গঠন ঠিক রাখে এবং তা মজবুত করে। যার ফলে জিমে গেলেও ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
৭. শিরদাঁরার ব্যাথা দূর করতে সাহায্য করে ছোলা। ছোলা খেলে শরীরের বিভিন্ন অংশের ব্যাথাও অনেকটা প্রশমিত হয়। 

PREV
click me!

Recommended Stories

Lifestyle News: ফেংশুই মতে কোন জিনিসগুলি রাখলে আপনার গৃহকোণ সুখ শান্তিতে ভরে উঠবে জানুন বিস্তারিত
স্কাইডাইভিং থেকে রাফটিং- রইল পর্যটকদের জন্য ৫টি রোমাঞ্চকর স্পোর্টসের হদিশ