Coconut Water: গরমে অতিরিক্ত ডাবের জল পান করছেন? হতে পারে চরম বিপদ! জানুন এক ঝলকে

Published : Apr 05, 2025, 04:27 PM IST

গরমের দিনগুলি হোক অথবা শীতকাল। যে কোনও মরশুমেই ডাবের জল শরীরের জন্য খুবই উপকারী। এটি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সি-এর একটি ভালো উৎস। কিন্তু বেশি ডাবের জল খেলে হতে পারে  হিতে বিপরীত! জানেন কী? রইল সম্পূর্ণ প্রতিবেদন… 

PREV
17
ডাবের জল প্রাণঘাতী!

গরমে শরীর ঠান্ডা করতে হোক কিংবা পেট খারাপ। ডাবের জল খেতে আমরা কে না পছন্দ করি বলুন তো? কিন্তু অতিরিক্ত ডাবের জল খেলে হতে পারে মৃত্যু পর্যন্ত। হ্যাঁ ঠিকই পড়েছেন। বেশি পরিমাণ ডাবের  জল প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুন।  

27
অতিরিক্ত ডাবের জল পানে মস্তিস্কের কাজ বন্ধ

অতিরিক্ত ডাবের জল পান করারয় ডেনমার্কের এক ব্যক্তির মৃ্ত্যু হয়েছে। শুধু তাই নয়, অতিরিক্ত ডাব খাওয়ার কারণে তার মস্তিস্ক কাজ করা  বন্ধ করে দিয়েছিল।  

37
ডাবের জলে মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

ডাবের জল খেয়ে ডেনমার্কের যে ব্যক্তির মৃত্যু হয়েছে তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই ব্যক্তি যে ডাবটি পান করেছিলেন সেটি একদম নষ্ট হয়ে গিয়েছিল। তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তারপরও সেটি পান করায় এই বিপত্তি। 

47
অতিরিক্ত ডাব পানে পেট ব্যথা বমি

চিকিৎসকদের দাবি, অতিরিক্ত ডাবের জল পানে ওই ব্যক্তির পেট ব্যথা, বমি শুরু হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। 

57
মস্তিস্কের রক্ত সঞ্চালন বন্ধ

বিষাক্ত ডাবের জল পানে ওই মস্তিস্কের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এমআরআই রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 

67
ডাবের জলে হৃদরোগের ঝুঁকি

ডাবের জলে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায়, তা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও ডাবের জল থেকে অ্যালার্জি ছড়াতে পারে। 

77
ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা

অতিরিক্ত ডাবের জল পানে শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ লবণের ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে হার্ট অ্যাটাক, মস্তিস্কের কাজ  করা বন্ধ হয়ে যেতে পারে। ফলে  প্রাণহানির সম্ভাবনা বেড়ে যায়। 

click me!

Recommended Stories