Coffee: কফি খেতে ভালোবাসেন? কিন্তু জানেন কী অতিরিক্ত কফি পান শরীরের জন্য মোটেও ভালো নয়। দিনে অতিরিক্ত কফি সেবনে হতে পারে শরীরের নানারকম সমস্যা। কারণ অতিরিক্ত ক্যাফেইন শরীরের জন্যই মোটেই ভালো নয়। দেখুন ফটো গ্যালারিতে…
'কফি' দুই অক্ষরের এই ছোট্ট শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। অফিসের স্ন্যাক্সে হোক কিংবা সকালের ব্রেকফাস্ট অথবা বিকেলের আড্ডা। এক কাপ কফি না হলে ঠিক যেন জমে না। আবার অনেকে একটানা বিরামহীন ভাবে কাজ করতে গিয়ে সারাদিনে কয়েক কাপ কফিও পান করে ফেলেন। তবে সারাদিনে প্রচুর কফি পান মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। বরং ক্ষতিকারক।
27
চোখের বিপদ ডেকে আনে কফি
কোল্ড কফি হোক কিংবা হট কফি। অথবা ব্ল্যাক কফি। অবসরে, কাজের ফাঁকে সবাই কমবেশি কফি খেতে পছন্দ করেন। কিন্তু জানেন কী অতিরিক্ত কফি পান ডেকে আনে চোখের ব্যাধি।
37
কফি পানে দৃষ্টিশক্তি নষ্ট
সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে, অতিরিক্ত কফি পানে চোখের নানারকম সমস্যা দেখা দিতে পারে। অকালে হারিয়ে যেতে পারে দৃষ্টিশক্তি।
অনেকেই ঝামেলা এড়ানোর জন্য ইনস্ট্যান্ট কফি পান করেন। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই ইনস্ট্যান্ট কফি সেবনে চোখের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি সবথেকে বেশি থাকে।
57
ড্রাই এজ রিলেটেড সমস্যা
চিন ভিত্তিক কফি সংক্রান্ত এই গবেষণায় দাবি করা হয়েছে যে, ইনস্ট্যান্ট কফি পানে দেখা দেয় ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডেজেনারেশন। এতে চোখের একাধিক সমস্যার ঝুঁকি বাড়ে। এই গবেষণায় প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষের জেনেটিক তথ্য বিশ্লেষণ করা হয়েছে তার পরই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
67
এএমডি কী রোগ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই এএমডি বা ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডেজেনারেশন রোগে চোখের রেটিনা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারফলে দৃষ্টিশক্তি অস্পষ্ট বা বিকৃত হতে পারে। এই রোগে সম্পূর্ণ অন্ধত্ব না হলেও পড়তে, দেখতে অসুবিধা হয়।
77
বাড়ছে ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডেজেনারেশন আক্রান্তের সংখ্যা
চিনা গবেষণায় আরও দাবি করা হয়েছে যে, বর্তমানে সারা বিশ্বে প্রায় ২০০ কোটি মানুষ এই এএমডি রোগের শিকার। ২০৪০ সালের মধ্যে তা ২৯০ কোটি হওয়ার আশঙ্কা রয়েছে।