Weight Loss: চা বা কফির বদলে দিন শুরু করুন বিশেষ পানীয় দিয়ে, শরীর থাকবে সুস্থ সঙ্গে দ্রুত কমবে বাড়তি মেদ

শরীর সুস্থ ও রোগ মুক্ত রাখতে এবং বাড়তি মেদ কমাতে মেনে চলুন বিশেষ টিপস। উদ্যোগ নিন দেনর শুরুতে। চা বা কফির বদলে দিন শুরু করুন বিশেষ পানীয় দিয়ে, শরীর থাকবে সুস্থ সঙ্গে দ্রুত কমবে বাড়তি মেদ।

বাড়তি মেদ নিয়ে সকলেই থাকে চিন্তিত। তা শুধু দৃষ্টিকটু হয় এমন নয়। সঙ্গে নানান রোগের কারণ পর্যন্ত হতে পারে। বর্তমানে এক গবেষণায় উঠে এসেছে বাড়তি মেদ হতে পারে ক্যান্সারের মতো রোগের কারণ। এছাড়া দেখা দিতে পারে নানান কঠিন রোগ। সে যাই হোক, শরীর সুস্থ ও রোগ মুক্ত রাখতে এবং বাড়তি মেদ কমাতে মেনে চলুন বিশেষ টিপস। উদ্যোগ নিন দেনর শুরুতে। চা বা কফির বদলে দিন শুরু করুন বিশেষ পানীয় দিয়ে, শরীর থাকবে সুস্থ সঙ্গে দ্রুত কমবে বাড়তি মেদ।

হলুদ ও মরিচের পানীয়

Latest Videos

হলুদ ও মরিচের পানীয় পান করতে পারেন। প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার পাত্রে জল নিয়ে তা গরম হতে দিন। গরম হতে শুরু করলে হলুদ বাটা ও মরিচ দিন। ফুটে গেলে ছেঁকে নিন। এটি ঠান্ডা করে পান করুন। রোজ দিন শুরু করতে পারেন হলুদ ও মরিচের পানীয় দিয়ে।

জিরে ও জোয়ান জল

জিরে ও জোয়ান ভেজানো জল পান করতে পারেন। একটি পাত্রে জল পরিমাণ জিরে ও জোয়ান নিন। সারা রাত রেখে দিন। সকালে তা হালকা গরম করে নিন। এবার ছেঁকে নিয়ে পান করুন। মিলবে উপকার।

লেবু জল

লেবু জল দিয়ে দিন শুরু করতে পারেন। একটি গ্লাসে ঈষদুষ্ণ জল নিন। তাতে পাতিলেবুর রস ও মধু মেশান। ভালো করে মিশিয়ে পান করুন। এতে মিলবে উপকার।

গরম জল

গরম জল দিয়েও দিল শুরু করতে পারেন। গরম জল এমনকী এই সকল পানীয় ডিটক্স ওয়াটারের কাজ করে। এই সকল ডিটক্স ওয়াটার শরীর থেক সকল দুষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এর ফলে কমে বাড়তি মেদ।

এবার থেকে মেদ কমাতে চাইলে দিনের শুরুতেই হন সতর্ক। সবার প্রথমে দিন শুরু করুন বিশেষ পানীয় দিয়ে। তারপর ভারী জলখাবার খান অবশ্যই। এরই সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যগ্রহণের দিকে নজর দিন। সঙ্গে নিয়মিত এক্সারাইজ আবশ্যক। সুস্থ থাকতে কমিয়ে ফেলুন বাড়তি মেদ। তা না হলে কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। এমনকী হতে পারে মারণরোগ পর্যন্ত। তাই রোগ মুক্ত জীবন পেতে নজর দিন নিজের স্বাস্থ্যের ওপর। এবার থেকে চা বা কফির বদলে দিন শুরু করুন বিশেষ পানীয় দিয়ে, শরীর থাকবে সুস্থ সঙ্গে দ্রুত কমবে বাড়তি মেদ।

 

 

আরও পড়ুন

Abortion Side Effects: এক বারের বেশি গর্ভপাতে মহিলাদের শরীরে এই ৫টি বড় ক্ষতি হতে পারে, জেনে নিন পুরো বিষয়টি

Sanitary Pad Rash: পিরিয়ডের সময় স্যানিটারি প্যাডের কারণে ব়্যাশ হয়? কেন এরকম হয়, জেনে নিন কারণ

Thinning hair: পুজোর আগেই পাবেন ঘন চুল, কমবে চুল পড়া! এই কয়েকটা টিপস ট্রাই করে দেখুন

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today