আপেল থেকে শসা- গ্যাসের সমস্যায় ভুগলে সকালে ভুলেও খাবেন না এই কয়টি খাবার, বাড়তে পারে জটিলতা

গ্যাসের সমস্যায় ভুগলে সকালে ভুলেও খাবেন না এই কয়টি খাবার, বাড়তে পারে জটিলতা।

বর্তমানে নানান শারীরিক জটিলতার সমস্যায় ভুগছেন অনেকেই। অল্প বয়স খেকে নানান রোগ শরীরে বাসা বাঁধছে। হার্টের রোগ থেকে শুরু করে কিডনির সমস্যা দেখা দিচ্ছে অনেকের শরীরে। তেমনই অল্প বয়সে প্রেসারের সমস্যা থেকে হাইরয়েডের সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এরই সঙ্গে গ্যাসের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এই সমস্যা সঠিক সময় নিয়ন্ত্রণ না করলে তা নিতে পারে বড় আকার। আজ রইল বিশেষ টিপস। গ্যাসের সমস্যায় ভুগলে সকালে ভুলেও খাবেন না এই কয়টি খাবার, বাড়তে পারে জটিলতা।

দুধ চা বা কফি

Latest Videos

খালি পেটে দুধ চা বা কফি খাবেন না। এর থেকে গ্যাসের সমস্যা বাড়তে পারে। সকালে দিন শুরু করুন লিকার চা দিয়ে।

ফুলকপি ও বাঁধাকপি

সকালে ভুলেও খাবেন না ফুলকপি ও বাঁধাকপি। এই সবজি খেলে গ্যাসের সমস্যা বাড়তে থাকে। তাই খালি পেটে এমন খাবার এড়িয়ে চলাই ভালো।

আপেল

ব্রেকফার্স্টে অনেকেই আপেল খান। তবে, খালি পেট নয় বরং ভরা পেটে আপেল খেলে মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ টিপস।

শসা ও পেঁয়াজ

সকালে খালি পেয়ে শসা কিংবা পেঁয়াজ না খাওয়াই ভালো। এতে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায়। তাই সঠিক খাবার খান দিনের শুরুতে। মেনে চলুন এই বিশেষ টিপস।

ভুট্টা

অনেকেই জলখাবারে কর্নফ্লেক্সের মতো খাবার খান। কিংবা ভুট্টা দানা দিয়ে বিশেষ কোনও রেসিপি তৈরি করেন। এই ভুল আর নয়। ভুলেও দিনের শুরুতে কর্ন খাবেন না। এতে আছা ফাইবার। যা, খালি পেটে খেলে সহজে হজম হয় না। মেনে চলুন এই বিশেষ টিপস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

HPV Vaccination: নির্মলার বাজেটে সার্ভাইক্যাল ক্যান্সার নিয়ে বড় ঘোষণা, জানুন HPV টিকা কতটা জরুরি

শীতের মরশুমে পায়ের যত্নে ব্যবহার করুন এই কয়টি ফুট স্ক্রাবারের মধ্যে একটি, জেনে নিন কোনটি ব্যবহার করবেন

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari