Gallstones: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর গলব্লাডারে প্রায় ৪,০০০ স্টোন, সফল অস্ত্রোপচার

Published : Mar 09, 2024, 01:28 PM ISTUpdated : Mar 09, 2024, 01:37 PM IST
Health- Doctor who removed 1000 gallstones in 20 minutes

সংক্ষিপ্ত

কলকাতার হাসপাতালগুলিতে বিরল রোগের চিকিৎসা নতুন নয়। এবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হওয়া অস্ত্রোপচার সাড়া ফেলে দিয়েছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর গলব্লাডারে পাওয়া গেল প্রায় ৪,০০০ স্টোন। এই বিরল ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন খোদ চিকিৎসকরাই। এত কম বয়সের একটি মেয়ের গলব্লাডারে এত স্টোন সাধারণত দেখা যায় না। এই স্টোনগুলি সফলভাবে বের করতে না পারলে মেয়েটির সমস্যা বাড়ত। সেই কারণে দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দক্ষিণ কলকাতার বি পি পোদ্দার হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে। মেয়েটি এখন সুস্থ আছে। অস্ত্রোপচার সফল হওয়ায় এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। চিকিৎসকরাও এই জটিল অস্ত্রোপচার সফলভাবে করতে পেরে খুশি।

নতুনভাবে জীবন শুরু করছে মেয়েটি

১৮ বছর বয়সী সুপ্রভা পাত্র এই বছরই উচ্চমাধ্যমিক দিয়েছে। পরীক্ষার মাসখানেক আগে থেকে পেটে হালকা ব্যথা অনুভব করছিল সে। কিন্তু পরীক্ষার চাপে সে কথা পরিবারের কাউকে বলতে চায়নি। কারণ জীবনের এত বড় পরীক্ষায় সে কোনও ভাবেই পিছিয়ে পড়তে চায়নি। ব্যথা সহ্য করেই সে পরীক্ষা দিতে থাকে। কিন্তু মার্চের শুরুর দিকে সে ব্যথা অসহ্য হয়ে ওঠে। আর লুকিয়ে না রেখে পরিবারের লোকেদের সেকথা জানায় সে। আর দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। মাত্রারিক্ত ব্লাড সুগার থাকার কারণে এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ অর্কজিৎ ঘোষের তত্ত্বাবধানে শুরু হয় সুপ্রভার প্রাথমিক চিকিৎসা। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসার পর সিনিয়র ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ স্বস্তিক নন্দী সাফল্যের সঙ্গে গলব্লাডার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর অবাক হয়ে যান চিকিৎসকরা। মেয়েটির পিত্তথলি থেকে বেরিয়ে আসে ছোট-বড় মিলিয়ে প্রায় চার হাজার স্টোন। চিকিৎসকর স্বস্তিক নন্দী জানিয়েছেন, ‘সাধারণত গলব্লাডারে এত স্টোন থাকা বিরল। তাই সার্জারির ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়েছিল আমাদের টিমকে।’

চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছে মেয়েটি

সফল অস্ত্রোপচারের পর এখন পুরোপুরি সুস্থ সুপ্রভা। সে হাসিমুখেই জানিয়েছে, ‘স্টোন নিয়ে আমার আর চিন্তা নেই। ওটা ডাক্তারবাবু দেখেছেন। আমি উচ্চমাধ্যমিক পরীক্ষাটা ভালোভাবে দিতে পেরেছি, তাতেই খুশি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারবাবুকে ধন্যবাদ। যাঁরা আমাকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কিডনি নাকি গলব্লাডার স্টোন, উভয় রোগের লক্ষণই একই, স্টোন কোথায় তা কিভাবে বুঝবেন

কিডনির স্টোন নিরাময় করবে এই কয়েকটা ফল, লাগবে না কোনও ওষুধ বা চিকিৎসা

দুধ পানের সময় এই পাতা মিশিয়ে নিন, মুক্তি মিলবে কিডনি স্টোন ও বিষন্নতা থেকে

PREV
click me!

Recommended Stories

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাতটি খাবার
ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? কমানোর সহজ উপায়গুলি দেখুন