Bubble Baths: মহিলাদের যৌনাঙ্গের ক্ষতি করে বাবল বাথ? কী মত চিকিৎসকদের?

Published : Apr 28, 2024, 10:41 PM ISTUpdated : Apr 28, 2024, 11:25 PM IST
Ice bath for Tightens Skin

সংক্ষিপ্ত

বর্তমান সময়ে অনেক মহিলাই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু আরাম ও বিলাসিতা সবসময় স্বাস্থ্যের পক্ষে ভালো হয় না। এমনই মত চিকিৎসকদের।

সপ্তাহান্তে ক্লান্তি দূর করে তরজাতা হয়ে ওঠার জন্য অনেক মহিলাই বাবল বাথ বেছে নেন। কিন্তু এই বিলাসবহুল পন্থা সবসময় স্বাস্থ্যের পক্ষে ভালো হয় না। শরীর তরতাজা হয়ে ওঠার বদলে মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে যৌনাঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। মহিলাদের যৌনাঙ্গে ভয়াবহ সংক্রমণ হতে পারে। বাবল বাথের ক্ষেত্রে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। অনেকরকম সুগন্ধিও ব্যবহার করা হয়। এর ফলেই মহিলাদের যৌনাঙ্গে চুলকানি, জ্বালা বা সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে যে মহিলাদের যৌনাঙ্গে অতীতে সংক্রমণ হয়েছে, তাঁদের ফের সংক্রমণের আশঙ্কা থাকে। এই কারণেই বাবল বাথের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বাবল বাথ কী?

বাথ টাবে জলের সঙ্গে লিক্যুইড সোপ, বাথ জেল মিশিয়ে ফেনা তৈরি করে তার মধ্যে গা ডুবিয়ে বসে বা শুয়ে থাকার নামই বাবল বাথ। এই ধরনের স্নানের ফলে শরীর ও মন তাজা হয়ে যায় বলে মত অনেকের। বাবল বাথের ক্ষেত্রে যে সব সামগ্রী ব্যবহার করা হয়, সেগুলির মধ্যে সারফাকট্যান্টসও থাকে। এর ফলে জলে সহজেই ফেনা তৈরি হয়। ত্বক যাতে মোলায়েম হয়, সেই ধরনের সামগ্রীও ব্যবহার করা হয়। কিন্তু সব সামগ্রী স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।

কীভাবে মহিলাদের যৌনাঙ্গের ক্ষতি করে বাবল বাথ?

চিকিৎসকদের মতে, মহিলাদের যৌনাঙ্গে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বা পিএইচ মাত্রা ঠিক থাকলে স্বাভাবিকভাবে ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে। এর ফলে সংক্রমণ রোখা সম্ভব হয়। বাবল বাথের সময় সারফাকট্যান্টস, নানা সুগন্ধী থাকার ফলে মহিলাদের যৌনাঙ্গে পিএইচ মাত্রার ভারসাম্য বজায় থাকে না। এর ফলেই সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শুধু আম নয়, এর আঁটিও সুস্থ রাখবে আপনার শরীর! পালাবে এই ৫টা কঠিন রোগ

একটা সিগারেটের থেকেও বেশি ক্ষতিকারক রোজকার জীবনের এই খাবারগুলো, জানলে চমকে উঠবেন

ভিটামিন ডি এর অভাব ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে; কীভাবে বাঁচবেন, জেনে নিন এর প্রাকৃতিক উপায়

PREV
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী