হুড়মুড়িয়ে বাড়বে যৌন ইচ্ছা! দাম্পত্য মধুর রাখতে এই ছোট্ট দানাই যথেষ্ট

হুড়মুড়িয়ে বাড়বে যৌন ইচ্ছা! দাম্পত্য মধুর রাখতে এই ছোট্ট দানাই যথেষ্ট

Anulekha Kar | Published : May 31, 2024 4:17 PM IST
18
ছোট্ট একটা এলাচের দানাতেই ম্যাজিক!

বহু রান্নায় সুগন্ধের জন্য ব্যবহার করা হয় এই ছোট্ট উপাদানটিকে। কিন্তু এর কী কী উপকারী বৈশিষ্ঠ রয়েছে জানেন?

28
ছোট্ট একটা এলাচের দানাতেই ম্যাজিক!

বড় এলাচের মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যার ফলে প্রস্রাবের যেকোনও সমস্য়ায় উপকারী এই উপাদান। মূত্রে জ্বালাপোড়া, মূত্রনালীর সংক্রমণ কমাতে সাহায্য করে এলাচ।

38
ছোট্ট একটা এলাচের দানাতেই ম্যাজিক!

মুখ মণ্ডলের ইনফেকশন বা দাঁতের যন্ত্রণায় এলাচ অত্যন্ত উপকারী।

48
ছোট্ট একটা এলাচের দানাতেই ম্যাজিক!

এলাচ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, রক্তচাপও নিয়ন্ত্রণ করে এবং রক্তও জমাট বাঁধতে দেয় না।

58
ছোট্ট একটা এলাচের দানাতেই ম্যাজিক!

মেজাজ ঠিক রাখতে ভীষণ ভাবে সাহায্য করে এলাচ। এ ছাড়া শ্বাসকষ্টেও উপকারী এই পথ্য।

68
ছোট্ট একটা এলাচের দানাতেই ম্যাজিক!

ছোট এলাচ খেলে পুরুষত্বহীনতা দূর হয়। এলাচের কামোদ্দীপক বৈশিষ্ট্য রয়েছে এবং এটি পুরুষ ও মহিলা উভয়েরই যৌনতার ইচ্ছা বাড়াতে সাহায্য করে।

78
ছোট্ট একটা এলাচের দানাতেই ম্যাজিক!

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও উপকারী এলাচ। রোজ খেলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যায়।

88
ছোট্ট একটা এলাচের দানাতেই ম্যাজিক!

হঠাৎ হেঁচকি এলে তা দূর করতে ভীষণ সাহায্য করে এলাচ। বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় উপকারী এলাচ।

Share this Photo Gallery
click me!

Latest Videos