মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে! রোদ পোহালে ঝরঝরিয়ে ঝরবে মেদ, কীভাবে? জেনে নিন

মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে! রোদ পোহালে ঝরঝরিয়ে ঝরবে মেদ, কীভাবে? জেনে নিন

Anulekha Kar | Published : May 31, 2024 4:47 PM IST
18
মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে!

ওজন কমাতে অনেকে কত কিছুই না করেন! তব জানেন কি, মাত্র ২ গ্লাস জলেই ঝটপট ওজন কমবে?

28
মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে!

মাত্র দুই গ্লাস জলই ওজন কমাতে পারে। কিন্তু সেই জল খেতে হবে নিয়ম মেনে। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পান করতে হবে ২ গ্লাস জল।

38
মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে!

জলে ক্যালরি থাকে না তবে ঠিক করে জল পান করলে তা ভীষণ ভাবে ক্যালরি বার্ন করে। তাই ওজন কমাতে দিনে ৩ থেকে ৪ লিটার জল খেতেই হবে।

48
মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে!

এ ছাড়াও গায়ে রোদ লাগান। রোদে ভিটামিন ডি রয়েছে যা ফ্যাট কমায়। সকালের রোদ মেটাবলিজম বাড়ায়।

58
মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে!

সকালে হালকা ব্যায়াম করতে হবে এতেও ঝটপট ওজন কমবে।

68
মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে!

কোনও দিনও ব্রেকফাস্ট স্কিপ করবেন না। এতে ওজন বেড়ে যেতে পারে।

78
মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে!

ভাল করে চিবিয়ে খাবার খেতে হবে। গবেষকরা বলেন চিবিয়ে খাবার খেলে ৫ গ্রাম ক্যালরি বার্ন হয়।

88
মাত্র ২ গ্লাস জলেই ওজন কমবে!

এ ছাড়াও গরম জলে স্নান করার অভ্যাস ত্যাগ করতে হবে। ঠান্ডা জলে স্নান করলে মেটাবলিজম বাড়ে।

Share this Photo Gallery
click me!

Latest Videos