দুর্গাপুজো ২০২৫: উৎসবের মরসুমে বাজার চলতি এয়ার ফ্রেশনারের বদলে ঘর থাকুক প্রাকৃতিক সুবাস

Published : Oct 01, 2025, 11:54 PM IST
air freshner

সংক্ষিপ্ত

Air Freshener: ঘরের উগ্র গন্ধ এবং ঘরকে তরতাজা রাখতে বাজারের নামীদামী এয়ার ফ্রেশনারগুলি না কিনে অতি সহজেই বাড়িতে কিছু সহজ পদ্ধতিতে এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বানিয়ে ফেলুন এয়ার ফ্রেশনার।

Lifestyle News: আমরা ঘরে প্রত্যেকেই বাড়িতে এয়ার ফ্রেশনার ব্যবহার করি। এছাড়া গাড়িতে তো আছেই। কিন্তু বাজারের এয়ার ফ্রেশনারগুলি যেমনি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তেমনি ওই এয়ার ফ্রেশনারগুলি অনেক বেশি দামীও হয়। সেক্ষেত্রে ঘরের দুর্গন্ধ এড়াতে আমরা মধ্যবিত্ত পরিবার অনেকেই সেগুলি কিনতে পারি না। তাই এর উপায় হিসেবে খুব সহজেই কয়েকটি ঘরোয়া জিনিস ব্যবহার করে আমরা কিছু এয়ার ফ্রেশনার নিজেদের মতো করে তৈরি করতেই পারি। এক দিকে যেমন বৃষ্টি, অন্য দিকে তেমন ভ্যাপসা গরম। সব মিলিয়ে আবহাওয়ার এমন অবস্থায় ঘরে তৈরি হয় বোঁটকা গন্ধ। বাজার থেকে কেনা এয়ার ফ্রেশনারে এমন ভাব দূর করার চেষ্টা করছেন। অথচ তাতেই লুকিয়ে অনেক বিপদ। বাজারের এয়ার ফ্রেশনারে রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন মনের মতো এয়ার ফ্রেশনার। রাসায়নিকও নেই, সাশ্রয়ীও। এসেনশিয়াল অয়েল, ভেষজ ও ফলের মতো উপাদান ব্যবহার করে ঘরোয়া এয়ার ফ্রেশনার তৈরি করা যায় অতি সহজেই।

কীভাবে তৈরি করবেন জেনে নিন

  • একটি স্প্রে বোতলের অর্ধেকটা জল নিন। পছন্দের ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল অথবা লেবুর গন্ধযুক্ত তেল বা গোলাপজল ৮–১০ ফোঁটা তাতে ঢেলে দিন।
  • সামান্য অ্যালকোহল দিলে গন্ধ আরও বেশি দিন টিকবে। ভালো করে ঝাঁকিয়ে নিন, তারপর ঘরে স্প্রে করুন।
  • কাচের জারে শুকনো লেবুর খোসা, দারচিনি বা লবঙ্গ ভরে রেখে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিলেও উপকার পাওয়া যায়। ঢাকনা খুলে রাখলেই ঘরে ছড়াবে সুবাস।
  • এর ফলে এক দিকে যেমন টাকাও বাঁচবে, রাসায়নিক ঝুঁকিও থাকবে না। ঘরের গন্ধ নিজের পছন্দমতো বানিয়ে নিতে পারবেন। নিয়ন্ত্রণ আপনারই হাতে।

এয়ার ফ্রেশনার জরুরি

বর্তমান সময়ে বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়েছে। টাটটা-তাজা বাতাস পাওয়া বিরল। তবে বাড়িতে যদি এয়ার ফ্রেশনার তৈরি করে নেওয়া যায়, তাহলে তাজা বাতাস পাওয়া যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

গোটা আমলকি নাকি আমলকির রস কোনটি খাওয়া সবচেয়ে বেশি উপকারী জানুন!
স্বাস্থ্য টিপস: শীতে হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার ৪টি কারণ, জেনে নিন বিস্তারিত