
Lifestyle News: আমরা ঘরে প্রত্যেকেই বাড়িতে এয়ার ফ্রেশনার ব্যবহার করি। এছাড়া গাড়িতে তো আছেই। কিন্তু বাজারের এয়ার ফ্রেশনারগুলি যেমনি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তেমনি ওই এয়ার ফ্রেশনারগুলি অনেক বেশি দামীও হয়। সেক্ষেত্রে ঘরের দুর্গন্ধ এড়াতে আমরা মধ্যবিত্ত পরিবার অনেকেই সেগুলি কিনতে পারি না। তাই এর উপায় হিসেবে খুব সহজেই কয়েকটি ঘরোয়া জিনিস ব্যবহার করে আমরা কিছু এয়ার ফ্রেশনার নিজেদের মতো করে তৈরি করতেই পারি। এক দিকে যেমন বৃষ্টি, অন্য দিকে তেমন ভ্যাপসা গরম। সব মিলিয়ে আবহাওয়ার এমন অবস্থায় ঘরে তৈরি হয় বোঁটকা গন্ধ। বাজার থেকে কেনা এয়ার ফ্রেশনারে এমন ভাব দূর করার চেষ্টা করছেন। অথচ তাতেই লুকিয়ে অনেক বিপদ। বাজারের এয়ার ফ্রেশনারে রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন মনের মতো এয়ার ফ্রেশনার। রাসায়নিকও নেই, সাশ্রয়ীও। এসেনশিয়াল অয়েল, ভেষজ ও ফলের মতো উপাদান ব্যবহার করে ঘরোয়া এয়ার ফ্রেশনার তৈরি করা যায় অতি সহজেই।
বর্তমান সময়ে বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়েছে। টাটটা-তাজা বাতাস পাওয়া বিরল। তবে বাড়িতে যদি এয়ার ফ্রেশনার তৈরি করে নেওয়া যায়, তাহলে তাজা বাতাস পাওয়া যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।