এক কাপ তেজপাতার ডিটক্স জল শরীর থেকে দূর করবে একাধিক রোগ, জেনে নিন কীভাবে

Published : Oct 01, 2025, 08:35 PM IST
bay leaf tea

সংক্ষিপ্ত

তেজপাতা দিয়ে ঘরে নিজেই তৈরি করুন ডিটক্স জল। যা আপনার শরীরকে দেবে, নানা রকম রোগের থেকে প্রটেকশন।

অনেকেই রান্নার সঙ্গে তেজপাতার ব্যবহার করে থাকেন। এটি নতুন কোনো পদ্ধতি নয়। তবে শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্যই নয়, তেজপাতা শরীরের জন্যও এক অমূল্য ভেষজ। বিশেষ করে তেজপাতা সিদ্ধ করে তার জল পান করলে মিলতে পারে অসাধারণ স্বাস্থ্যগুণ। একদিকে এই জল ডিটক্স ওয়াটারের কাজ যেমন করে, পাশাপাশি আরো বহু শারীরিক সমস্যা দূর করতে পারে। সকালে খালি পেটে তেজপাতার জল পান করলে যে উপকার হয় শরীরে, তা নিম্নে আলোচনা করা হলো।

* তেজপাতা ভিটামিন সি, এ এবং খনিজে ভরপুর। ফলে নিয়মিত তেজপাতার জল পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে। এ ছাড়া ভাইরাল ও সিজন চেঞ্জের সময় সংক্রমণের ঝুঁকি কমায়।

* রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে নানা গবেষণায় দেখা গেছে তেজপাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেজপাতার জল উপকারী হতে পারে। তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।

* ত্বক ও চুলের যত্নে আর জুরি মেলা ভার। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তেজপাতার জল শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, ফলে ত্বক থাকে উজ্জ্বল। পাশাপাশি, এই জল দিয়ে চুল ধুলে একদিকে চুল পড়া কমে, সেইসঙ্গে খুশকি নিয়ন্ত্রণে আসে। * স্ট্রেস কমাতে সহায়ক এই তেজ পাতা।তেজপাতার সুন্দর গন্ধ মনকে শান্ত করে। এর জল পান করলে মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে, ঘুমও ভাল হয়।

কীভাবে বানাবেন তেজপাতার জল?

দু’থেকে তিনটে তেজপাতা ভাল করে ধুয়ে এক কাপ জলে ফোটাতে হবে। তা ৫ মিনিট ধরে ফুটিয়ে গরম গরম বা হালকা গরম অবস্থায় পান করতে হবে। এক কাপ তেজপাতার জল প্রতিদিন রুটিনে রাখলে শরীর ও মনে আসতে পারে এক নতুন সতেজতা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস