Muskmelon Benefits: ওজন কমবে সঙ্গে শরীর থাকবে সুস্থ, গরমে নিয়ম করে খান খরবুজ

আজ রইল বিশেষ টোটকা। যারা পেটের মেদ কমাত হাঁপিয়ে উঠছেন তারা নিয়ম করে এই ফল খান। গরমে রইল কয়টি ফলের হদিশ। গরমে এই সকল ফল খেলে মিলবে উপকার।

বাড়তি ওজন সকলেরই চিন্তার কারণ। ওজন কমাতে কী করবেন তা অধিকাংশই ভেবে উঠতে পারেন না। বাড়তি মেদ সকলেরই চিন্তার বিষয়। বাড়তি মেদ কমাতে কী করবেন তা সহজে ঠিক করে উঠতে পারেন না। কেউ মেদ কমাতে কঠিন এক্সারসাইজ করেন তো কেউ মেনে চলেন ডায়েট। তেমনই কেউ কেউ মেদ কমাতে ডায়েটের নামে অর্ধেক খেয়ে থাকেন। তবে, মেদ করানো এত সহজ কথা নয়। বিশেষ করে পেটের মেদ কমানো বেশ কঠিন বিষয়। শরীরের বাকি অংশের মেদ কমলেও পেটের মেদ সহজে কমতে চায় না। আজ রইল বিশেষ টোটকা। যারা পেটের মেদ কমাত হাঁপিয়ে উঠছেন তারা নিয়ম করে এই ফল খান। গরমে রইল কয়টি ফলের হদিশ। গরমে এই সকল ফল খেলে মিলবে উপকার।

গরমের সময় খেতে পারেন খরবুজ। গ্রীষ্মের এই ফলে আছে ফাইবার। আছে ভিটামিন এ ও ভিটামিন সি। তেমনই এতে আছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম। এই সকল উপকারী উপাদান হার্ট ভালো রাখে। তেমনই এই ফল শরীরকে রাখে হাইড্রেটেড। গরমের সময় নিয়ম করে খান এই উপকারী ফল খান। এতে কমবে বাড়তি মেদ। তেমনই মিলবে এই তিন উপকার। দেখে নিন গরমে কেন খাবেন খরবুজ।

Latest Videos

হাড় ও পেশি শক্ত করতে খেতে পারেন খরবুজ। এতে প্রচুর পরিমাণে পটাসিয়াম আছে। যা পেশি ও হাড় শক্তিশালী করে। এতে আছে ভিটামিন সি। এটি পেশিতে কোলাজন উৎপাদন বাড়ান। নিয়ম করে খেতে পারেন এই ফল।

গরমের সময় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে খেতে পারেন খরবুজ। এটি রক্তনালী শিথিল করে। তাই যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তারা নিয়ম করে খেতে পারেন এই ফল। এই ফল খেলে গরমে শরীর থাকবে সুস্থ।

ক্যান্সারের ঝুঁকি কমে খরবুজ খেলে। অ্যান্টি অক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন ও টোকোফেরল প্রধানত ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। সঙ্গে ফুসফুস ও হার্ট ভালো রাখে। নিয়ম করে খেতে পারেন এই ফল।

তেমনই গরমের সময় অলসতার সমস্যায় ভোগেন সকলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়ম করে এই ফল খান। এতে ফাইবার আছে। যা নিয়ম করে খেলে এনার্জি আসবে। মেনে চলুন এই বিশেষ টিপস। মেনে চলুন এই সকল টোটকা। শরীর থাকবে সুস্থ এই উপায়। কমবে বাড়তি মেদ। 

 

আরও পড়ুন

গরম থেকে বাঁচতে যদি প্রচুর পরিমাণে লেবু জল পান করেন, তাহলে জেনে নিন কী কী সমস্যায় ভুগতে পারেন

গরমে এই তিন উপায় তৈরি করুন ঘরোয়া কন্ডিশনার, চুল হবে সিল্কি, বন্ধ হবে চুল পড়ার সমস্যা

আমের নতুন রেসিপি! বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো ক্রিস্পি কচুরি-জমে যাবে সন্ধে

 

 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya