ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর টিপস! ডেঙ্গি ম্যালেরিয়া হওয়ার আগে এগুলি জেনে রাখা প্রয়োজন

Published : Nov 25, 2024, 03:08 PM IST

  নিচের ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করে আপনি স্থায়ীভাবে মশা তাড়াতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে...  

PREV
15


 

ঠান্ডা আবহাওয়ায় ঘরে মশার উপদ্রব বেড়ে যায়। এই মশা আমাদের নানা রকমের অসুস্থতার কারণ হতে পারে। বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি রোগের বাহক হলো মশা। ঘরে মশা প্রবেশ রোধ করতে অনেকেই নানা রকমের চেষ্টা করেন। মশারি ব্যবহার, মশা তাড়ানোর স্প্রে ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু এগুলির দ্বারা কিছুক্ষণের জন্য মশা দূর হলেও আবার ফিরে আসে। নিচের ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করে আপনি স্থায়ীভাবে মশা তাড়াতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে...

25

আপনারা কি জানেন নিম পাতা ? এই পাতা দিয়ে আপনি ঘরে মশা তাড়াতে পারবেন। একটি পোড়ামাটির পাত্রে এই পাতা গুলো রেখে জ্বালিয়ে দিন। এই ধোঁয়ায় মশা পালাবে।

35

এক চিমটি মেথি গরম জলে ভিজিয়ে রাখুন। এই জল ছাঁকনি দিয়ে ছেঁকে ঘর মোছার জলে মিশিয়ে নিন। এতে ঘরে সুন্দর গন্ধ হবে এবং মশা পালাবে।

নিম পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করুন। এই জল স্প্রে বোতলে ভরে হাতে পায়ে স্প্রে করলে মশা কাটবে না।


 

45

শুকনো নিম পাতা বালিশের নীচে রেখে দিন। এর গন্ধে মশা পালাবে এবং ঘুম ভালো হবে।



 

কফি পাউডার একটি প্লেটে রেখে ঘরের কোণে রাখুন। কফির গন্ধে মশা পালাবে।

55


একটি লেবু দু ভাগ করে কাটুন। প্রতি ভাগে লবঙ্গ গুঁজে ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিন। এতে মশা পালাবে।

click me!

Recommended Stories