৩. ড্রাই ফ্রুটস : মা ঠাকুমারা এমনি এমনি রোজ বাদাম খাওয়ার কোতয়া বলতোন না। মাথা ও শরীরকে চনমনে করতে এক মুঠো যেকোনো ড্রাই ফ্রুট দারুণ কাজে দেয়। খিদে পেতে রাস্তার অস্বাস্থ্যকোর ভাজাভুজি না খেয়ে কাঠবাদাম, কিশমিশ, আখরোট, পেস্তা, খেজুর ইত্যাদি খান। কাঁচা খেতে পারলে আরো ভালো, তবে নুন বা চিনির জলে ডুবনো বাদাম বা খেজুর, কিশমিশ খাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। জানেন কি, ১০০ গ্রাম ড্রাই ফ্রুটে ৩৫৯ গ্রাম ক্যালোরি থাকে। শরীরে আয়রনের চাহিদা মেটাতেও উপকারী ড্রাই ফ্রুটস।