পার্লারে ভ্রু তুলতে গিয়েই বিপত্তি, হেপাটাইটিসের ঝুঁকি থেকে এখনই সাবধান

Published : Aug 10, 2025, 10:08 PM ISTUpdated : Aug 11, 2025, 11:08 AM IST
eyebrow

সংক্ষিপ্ত

আইব্রো করাতে গিয়ে হেপাটাইটিসের কবলে। চিকিৎসকেদের দাবি, পার্লারে ব্যবহৃত সুতোয় হলো আসলে দায়ী।

কাজের ফাঁকে পার্লারে গিয়ে একটু রূপচর্চা সাথে রিল্যাক্সেশন দুই এখন জনপ্রিয় অভ্যাস। তবে সম্প্রতি এই অভ্যাসের কারণেই বিপদে পড়েছেন এক তরুণী। চিকিৎসক অদিতিজ দামিজার কিছুদিন আগে এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করে সতর্ক করছেন সবাইকে।

চিকিৎসক অদিতিজ দামিজার একটি রীল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলেন, ২৮ বছরের এক তরুণী এক স্থানীয় পার্লার থেকে ভ্রু প্লাক করে আসার পর থেকেই তিনি জটিল লিভারের সমস্যায় ভোগেন। শুনলে অবাক হবেন, থ্রেডিং করার সুতো থেকেই এই সমস্যার শুরু হয়!

এবিষয়ে চিকিৎসক তার মন্তব্য প্রকাশ করে বলেন, স্থানীয় ছোটো ছোটো পার্লারগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর তেমন খেয়াল করা হয় না। একই সুতো দিয়ে বারংবার একাধিকজনের আইব্রো করা হলে ভ্রু কেটে গিয়ে রক্ত বের হতে পারে। এ থেকেই ছড়ায় হেপাটাইটিস বি ও সি এর মতো মারাত্মক রোগগুলি। এই রোগের জীবাণু সংক্রমণের ফলে সঙ্গে সঙ্গে কোনো প্রভাব নাও দেখাতে পারে। তবে বছরখানেক ধরে শরীরে এই রোগের দানা বাঁধতে থাকবে, ভবিষ্যতে প্রকট হতে পারে লক্ষণ।

সমস্যা থেকে বাঁচতে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা?

* পার্লারে গিয়ে থ্রেডিং করানোর আগে খেয়াল রাখুন নতুন সুতো ব্যবহার করা হচ্ছে কিনা। পুরোনো সুতো ব্যাবহার করলে সেখানে না করাই ভালো।

* পার্লারে যিনি আপনার আইব্রো প্লাক করছেন দেখে নিন তিনি হাত স্যানিটাইজ করছেন কিনা ঠিক করে। সেরম হলে হাতে গ্লাভস পড়ছে কিনা খেয়াল রাখুন।

* চেষ্টা করুন যাতে নিজেই নিজের ব্যাবহারের জিনিস পার্লারে নিয়ে যেতে পারেন। তাতে সংক্রমণের ঝুঁকি কম।

* আগে থেকে সুরক্ষার জন্য হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়ে রাখুন।

* পার্লার থেকে ফেরার পর ক্লান্ত বোধ, হলুদ চোখ, হলুদ প্রস্রাব হলে সাবধান হতে হবে, চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে টেস্ট করিয়ে ওষুধ খান।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রোজ প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছেন! অজান্তেই কি শরীরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন?
Teeth Health: দাঁতের ফাঁকে খাওয়ার আটকে থাকলে কি দিয়ে পরিষ্কার করবেন টুথপিক নাকি ফ্লজ?