একের পর এক রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। অল্প বয়সে নানান রোগ বাসা বাঁধছে শরীরে। কিডনির সমস্যা থেকে হার্টের রোগ। তেমনই ফুসফুসের সমস্যায় ভুগছেন অনেকেই। এই গবেষণায় দেখা গিয়েছে, ফুসফুসের দীর্ঘস্থায়ী সমস্যায় বিশ্বের প্রায় ৬৫ মিলিয়ন মানুষ ভুগছেন। ধূমপান ও দূষণই ফুসফুসের সমস্যার প্রধান কারণ। এই সমস্যা একবার দেখা দিলে তা ক্রমে প্রসার লাভ করতে থাকে। আর রইল বিশেষ টিপস। মাত্র ১ মাসেই শুদ্ধ হবে আপনার ফুসফুস। জেনে নিন কীভাবে।
ডিটক্স ওয়াটার পানে ফুসফুস পরিষ্কার থাকতে পারে। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে কিংবা এক মাস এই টোটকা মেনে চললে মিলবে উপকরা। যারা ফুসফুসের সমস্যায় ভোগেন তারা গরম জলে মধু দিয়ে পান করতে পারেন। তেমনই লেবুর শরবত কিংবা সবুজ চা, গাজরের রস, হলুদ ও আদার মিশ্রণ কিংবা পালংশাক ও বেরির পানীয় পান করুন নিয়ম করে। মিলবে উপকারষ
লবণ থেরাপির গুণে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ব্রংকাইটিস ও কাশির সমস্যা দূর হবে লবণ থেরাপি দ্বারা।
ওরিগানো তেলের গুণে সমস্যা থেকে মিলবে মুক্তি। একটি পাত্রে সম পরিমাণ ওরিগানো তেল ও বাদাম তেল মিশিয়ে নিন। তা ১ কিংবা ২ ফোঁটা জিভের নিচে দিন। ৩ থেকে ৫ মিনিট রাখুন। মুহূর্তে মিলবে স্বস্তি।
যারা ফুসফুসের সমস্যায় ভুগছেন তারা স্টিম বাথ নিলে উপকৃত হবেন। সপ্তাহে অন্তত ৩ বার গরম জলে স্নান করুন। তাপমাত্রা যেন ৯০ থেকে ১০৫ ডিগ্রি থাকে।