প্রোটিন খান প্রচুর মাত্রা। যারা দ্রুত ওজন কমাতে চান। এদিকে এক্সারাসইজ করার সময় পাচ্ছেন না। আবার বিশেষজ্ঞের পরামর্শ মেনেও ওজন কমাতে গাফিলতি দেখা দিচ্ছে, তারা মেনে চলুন এই টিপস। ওজন কমাতে প্রোটিন খান প্রচুর পরিমাণে। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি। দ্রুত কমবে বাড়তি মেদ।