এই সময় কম কার্ব যুক্ত সবজি খান। ব্রকলি, ফুলকপি, মাশরুম, লেটুস পাতা রাখুন তালিকাতে। এই সময় ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ খাবার খান। শাকসবজিতে ফাইবার থাকে। যা শরীরে হজম ক্ষমতা উন্নত করে। সবজিতে অ্যান্টি অক্সিডেন্টগুলো শরীরকে ফ্রি রাডিক্যাল দ্বারা রক্ষা করতে সাহায্য করে যা কোষের ক্ষতি করে। মেনে চলুন এই বিশেষ টিপস।