সবজির জুস খান। কোলন পরিষ্কার করতে ভেজিটেবল জুস বেশ উপকারী। এটি শরীরকে ডিটক্সিফাই করে। পালংশাক, বিট, গাজর, টমেটো ও শসা-র জুস খেতে পারেন। এতে কোলন পরিষ্কার থাকবে। হজম ক্ষমতা উন্নত হবে। শরীর থাকবে সুস্থ। মেনে চলুন এই বিশেষ টিপস। রোজ সকালে ১ বাটি করে স্যালাদ খান। এতে মিলবে উপকার।