Dementia: ৩০ বছরের আগেই হতে পারে ডিমনেশিয়া! অবহেলা নয়, সতর্ক থাকুন

Published : Jun 20, 2025, 06:49 PM ISTUpdated : Jun 20, 2025, 06:50 PM IST
dementia

সংক্ষিপ্ত

Health News: একান্তই আর বয়সজনিত নয়, এখন অল্প বয়সে ডিমেনশিয়ার উপসর্গ দেখা দিচ্ছে যেগুলো সাধারণ ভুল ভেবে অবহেলা করেন অনেকে। এই উপসর্গগুলি থাকলে সতর্ক হয়ে যান এখনই। না হলে সমস্যা বাড়তে পারে।

Dementia symptoms: আমরা সাধারণত মনে করে থাকি, ডিমেনশিয়া (Dementia) একান্তই বয়সজনিত সমস্যা, যা কেবলমাত্র পঞ্চাশ বা ষাটোর্ধ ব্যক্তিদের মধ্যেই মাথাচাড়া দেয়। কিন্তু জানেন কি, ৩০-এর আগেই এই ভয়ঙ্কর স্নায়ুর রোগ দানা বাধঁতে পারে? আজকের দ্রুতগতির জীবনযাত্রা, অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের অভাব এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে অল্প বয়সেই স্মৃতিভ্রংশ বা ডিমনেশিয়ার সমস্যা দেখা দিচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হল, অনেক কমবয়সিরাই এর লক্ষণগুলিকে স্বাভাবিক ভেবে উপেক্ষা করে যায়। তাই বয়স ৩০ পার হওয়ার আগেই যদি কিছু নির্দিষ্ট লক্ষণ দেখতে পান, সেগুলি এড়িয়ে গেলে চলবে না। সময় থাকতেই ব্যবস্থা নিলে অনেকক্ষেত্রে এই রোগের বৃদ্ধি ধীর করা সম্ভব।

ভাষার সমস্যা

প্রায়শই কোনও সাধারণ শব্দ মনে না পড়া, বা কথা বলার সময় মাঝপথে বাক্য শেষ না করা, বার বার এরোকোন হতে থাকলে বুঝতে হবে মস্তিষ্কের সংকেত-প্রক্রিয়ায় গোলমালের ইঙ্গিত দিচ্ছে শরীর।

আচরণে পরিবর্তন ও মুড সুইং

বারবার মেজাজ হারানো, অল্পতেই রাগ বা কান্না পাওয়া, আচরণে হঠাৎ পরিবর্তন ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে।

পরিকল্পনায় অসুবিধা

ধরুন কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে, কিন্তু ভুলেই গেলেন। বা কোনও কাজ করার কথা, কিন্তু কিছুতেই সময় ম্য়ানেজ করতে পারলেন না। বারবার এই সমস্যা হলে, বিষয়টা নিয়ে ভাবুন।

স্থান ও সময়ের বিভ্রান্তি

আচমকা কোথায় আছেন, কেন এসেছেন, কী করছিলেন তা মনে না পড়া, বা গাড়ি চালাতে গিয়ে হঠাৎ গন্তব্য ভুলে যাওয়া—এসব ডিমেনশিয়ার পূর্বাভাস হতে পারে।

স্মৃতিভ্রংশ বা Memory loss

ছোট ছোট জিনিস ভুলে যাওয়া, যেমন- জিনিসপত্র কোথায় রাখলেন ভুলে যাওয়া, একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করা, পরিচিত মুখ মনে না পড়া - এসবই স্পষ্ট ইঙ্গিত ডিমনেশিয়ার, চিকিৎসার প্রয়োজন।

কাজের দক্ষতায় ঘাটতি

আগে সহজেই যেটা করতেন, এখন সেই কাজেই অসুবিধা হচ্ছে? হঠাৎ ভুলে যাওয়া বা গুলিয়ে ফেলা? সতর্ক হন এখনই, পরামর্শ নিন চিকিৎসকের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী