
Health Tips: গরম নেই, জ্বর নেই কিন্তু হঠাৎ করে ক্লান্তি দেখা দিচ্ছে। খিদে নেই কিন্তু দেখা দিচ্ছে পেট ফুলে যাওয়ার সমস্যা। এমন সমস্যাকে গ্যাস বা অম্বলের সমস্য়া ভেবে প্রায় অনেকেই হজমের ওষুধ খেয়ে থাকি। কিন্তু, জানেন কি এটা লিভার ক্যান্সারের প্রথম লক্ষণ। আর সঠিক সময় চিকিৎসা না করলে এই রোগ কঠিন আকার নিতে পারে। তাই সময় থাকতে সতর্ক হন। আজ রইল লিভার ক্যান্সারের লক্ষণ। এই কয়টি লক্ষণ আর উপেক্ষা করবেন না। হতে পারে বিপদ।
পেটের ডান দিকে অস্বস্তি বা ব্যথা
পেটের ডান দিকে অস্বস্তি বা ব্যথা হলে তা উপেক্ষা করা উচিত নয়। এমন রোগ হলে প্রাথমিক ভাবে পেটের ডান দিকে হালকা ব্য়থা বা চাপ অনুভব হয়। কখনও তা পিঠেও ছড়ায়। অনেকে এটিকে গ্যাস ভেবে ভুল করেন।
ওজন কমে যাওয়া
বিনা কারণে ওজন কমে যাওয়া মোটেও সঠিক নয়। হঠাৎ যদি আপনার ওজন কমে যায় তাহলে সতর্ক হন। চিকিৎসকের পরামর্শনিন। এই রোগ শরীরে বাসা বাঁধলে পেশি ক্ষয় হয়। সঙ্গে খিদে কমে যেতে শুরু করে।
পেট ফুলে থাকা বা জল জমা
লিভার ক্যান্সারের আরও একটি লক্ষণ হল পেট ফুলে থাকা বা জল জমা। এই রোগ হলে শরীরে প্রোটিনের ঘাটতি হয়। ফলে পেটে জল জমে যায়। এই সমস্যা গ্যাসের মতো মনে হলেও তা ক্যান্সারের লক্ষণ।
চোখ ও চামড়ায় হলুদ ভাব
লিভার সঠিক ভাবে কাজ করতে না পারলে বিলিরুবিন জমতে থাকে। এর ফলে চোখ ও চামড়ায় হলুদ ভাব দেখা যায়। অনেক সময় প্রস্রাবের রঙও হলুদ হয়ে যায়।
ক্লান্তি ভাব
লিভার ক্যান্সারের আরও একটি লক্ষণ হল অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা। ক্যান্সারর শরীরে কোষগুলোকে দুর্বল করে দেয়। এর প্রভাবে সারাক্ষণ ক্লান্তি লাগে।
তাই সময় থাকতে সচেতন হন। এই কয়টি সমস্যা গ্যাসের ব্যথা ভেবে উপেক্ষা করবেন না, অজান্তে শরীরে বাসা বাঁধতে পারে লিভার ক্যান্সার। অজান্তে এই লিভার ক্যান্সারের মতো রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তাই সময় থাকতে সচেতন হন। তা না হলে দেখা দিতে পারে জটিলতা। অজান্তে হতে পারে কঠিন রোগ। তাই অল্প থাকতেই চিকিৎসকের পরামর্শ নিন। এতে মিলবে উপকার।