
Protein Supplement: আজকাল অনেকের অভ্যাস—জ্বর নেই, সর্দি নেই, রক্তপরীক্ষার রিপোর্টও কেউ দেখেননি, তবু ‘স্বাস্থ্য ভালো রাখতে’ প্রতিদিন কয়েক রকম সাপ্লিমেন্ট গিলে ফেলা। যেন এগুলো না খেলেই শরীর ভেঙে পড়বে! অথচ চিকিৎসকেরা বলছেন, এই অভ্যাসই অনেক ক্ষেত্রে নীরবে বড় বিপদ ডেকে আনছে। আয়রন, ভিটামিন ডি, ম্যাগনেশিয়াম—নাম শুনলেই মনে হয় এগুলো তো সাধারণ পুষ্টি উপাদান, একটু-আধটু খেলে ক্ষতি কী! এখানেই ভুল। বিশেষজ্ঞদের মতে, ভুল ডোজ, ভুল সময়ে অথবা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এগুলো খেলে শরীরের ভিতরে এমন কিছু গোলমাল শুরু হয়, যা বোঝার আগেই জটিল রোগের দিকে এগোতে হয়।
ক্লান্তি একটু বেশি হচ্ছে, রাতে ঘুম ভাঙছে, শরীরে ব্যথা… এই সামান্য উপসর্গ দেখলেই অনেকে নিজে থেকেই ওষুধের দোকান থেকে সাপ্লিমেন্ট কিনে নেন। দাম কম, সহজলভ্য আর সঙ্গে ইন্টারনেটে হাজার তথ্য—এসব মিলেই ভুল অভ্যাস তৈরি করে ফেলছে। অথচ এই তিনটি সাপ্লিমেন্টই ভুল ব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতি করে।
শরীরে কোনও পুষ্টির ঘাটতি হলে তার স্পষ্ট লক্ষণ থাকে। সন্দেহ হলে আগে রক্তপরীক্ষা করুন। চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবার ও সাপ্লিমেন্ট ঠিক করুন। খাবার থেকেই যে অনেক পুষ্টি পাওয়া যায়—তা ভুললে চলবে না। পালং শাক, কুমড়োর বীজ, ব্রকোলি, ড্রাই ফ্রুট, ডাল, ছোলা, মুরগির মাংস, মাছ, ডিম—এসব নিয়মিত খেলে অনেক ক্ষেত্রেই সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে না। স্বাস্থ্য ধরে রাখতে সাপ্লিমেন্ট নয়—সঠিক জ্ঞানই সবচেয়ে বড় হাতিয়ার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।