Walking tips: শীতকালে প্রাতঃভ্রমণ কি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ? জানুন সকাল-বিকালে কতক্ষণ হাঁটবেন

Published : Dec 25, 2023, 11:17 PM IST
morning walking

সংক্ষিপ্ত

যে কোনও সময়ে হাঁটার থেকে থেকে সকালে অর্থাৎ প্রাতঃভ্রমণ করা স্বাস্থ্যের জন্য খুবই ভাল। কিন্তু প্রশ্ন উঠছে এই শীতকালে প্রাতঃভ্রমণ কি আদৌ স্বাস্থ্যের জন্য ভাল। 

শীত কী গ্রীষ্মকাল সর্বদাই সকালে ঘুম থেকে উঠে হাঁটা স্বাস্থ্যের জন্য জরুরি। সকাল কি সন্ধ্যে যে কোনও সময়ই হাঁটা ভাল। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায় যে কোনও সময়ে হাঁটার থেকে থেকে সকালে অর্থাৎ প্রাতঃভ্রমণ করা স্বাস্থ্যের জন্য খুবই ভাল। কিন্তু প্রশ্ন উঠছে এই শীতকালে প্রাতঃভ্রমণ কি আদৌ স্বাস্থ্যের জন্য ভাল। যদি ভাল হয় তাহলে তা কতক্ষণ করা উচিৎ।

মর্নিংওয়ার্কের উপকারিতা

মর্নিংওয়ার্ক যে কোনও মানুষের ওজন নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিশ নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি থাইরয়েডও নিয়ন্ত্রণে আনে। তবে বিশেষজ্ঞদের কথায় শীতকালে প্রবল ঠান্ডায় সকালে ঘুম থেকে উঠে হাঁটা হার্টঅ্যাটাকের ঝুঁকি বাড়ায়। শীতের সকালের অত্যাধিক হাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

যাইহোক শীতের দিনে হাঁটার সময় এই নিয়মগুলি অবশ্যই মাথায় রাখুন। তাহলে মর্নিংওয়াক বা সন্ধ্যাকালীন ভ্রমণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে নাঃ

  • শীতকালে হাঁটতে যাওয়া আগে সঠিক পোশাক পরুন। হালকা গরম জামা অবশ্যই গায়ে দিন। যেটি আপনি সহজে খুলে রাখতে পারবেন এমন কিছু পরুন।
  • শরীর পুরো ঢেকেই হাঁটতে যাওয়ার জন্য বাইরে বার হন।
  • গরম কাপড় সঙ্গে রাখবেন।
  • প্রথমে মাথা ঢেকে রাখুন। পরে তা খুলে রাখতে পারেন।
  • প্রথমেই দ্রুত গতিতে হাঁটবেন না।
  • হার্টের সমস্যা, হাঁপানি বা নিউমোনিয়ার মত সমস্যা থাকলে সকালে হাঁটতে যাবেন না।
  • শীতের সকালে বয়স্কদের হাঁটা এড়িয়ে যাওয়া জরুরি।
  • শীতকালে খুব সকালে বাড়ি থেকে হাঁটার জন্য বাইরে যাবেন না। প্রয়োজনীয় ওয়ার্মআপ ঘরেই করুন।
  • শীতকালে সকাল ৭টা থেকে সাড়ে সাতটায় হাঁটতে বার হন। সন্ধ্যায় ৫টা থেকে সাড়ে পাঁচটায় হাঁটতে বার হন।
  • বিশেষজ্ঞদের কথায় প্রতিদিন ১০ হাজার পা হাঁটা উচিৎ। শীতকালেও তাই করুন।
  • তবে শীতকালে প্রয়োজনে কিছুটা কম হাঁটলেও তেমন কোনও ক্ষতি হবে না।
  • শীতকালে সপ্তাহে অন্তত পাঁচ দিন আধ ঘণ্টা করে হাঁটা প্রয়োজন। এতে আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন।

PREV
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী