ট্যাটু করতে চান? তবে শরীরের এই অংশগুলোতে না করানোই ভাল, সাবধান করছেন চিকিৎসকেরা

Published : May 08, 2025, 02:36 PM IST
Tattoo

সংক্ষিপ্ত

এই হাল ফ্যাশনের যুগে আপনার গায়ে একটাও ট্যাটু নেই! তো ভালই হয়েছে। জানেন কি চিকিৎসকরাও বারণ করে থাকে শরীরের বিশেষ কিছু অংশে ট্যাটু করাতে। যে কোনো সেনসিটিভ এরিয়াতে ট্যাটু করানো বন্ধ করুন।

ফ্যাশনের দুনিয়ায় শরীরে ট্যাটু করানো এখন আর নতুন কিছু নয়। নিজের ভাবনা, পছন্দ বা ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে আজকল তরুণ তরুণী থেকে বয়স্কদের অনেকেরই শরীরে উল্কি। আলাদা আলাদা উল্কির আলাদা আলাদা তাৎপর্য। এত ট্রেন্ড এত ক্রেজ, তার মধ্যেও চিকিৎসক এবং ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন সতর্কবার্তা। শরীরের কিছু নির্দিষ্ট অংশ আছে যেখানে ট্যাটু করানো থেকে বিরত থাকাতে বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, হাতের তালু এবং পায়ের পাতার মতো সংবেদনশীল জায়গায় ট্যাটু করালে তা খুব তাড়াতাড়ি আবছা হয়ে যায়। চামড়া খুব বেশি মোটা বা পাতলা হওয়ায় রুক্ষ হয়ে যায়। সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এমনকি স্কিন ক্যান্সারের কারণ হয়েও দাঁড়াতে পারে।

শরীরের কোন অংশে ট্যাটু করাবেন না?

ঘাড়

অনেকেই ঘাড়ে ট্যাটু রয়েছে। যারা নতুন করে করাবেন ভাবছেন তারা ঘাড়ে ট্যাটু করানোর কথা ভাবলে, ভুলে যান সত্বর। ঘাড়ে ট্যাটু করাতে বারণ করছেন চিকিৎসকেরা। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ট্যাটু ফিকে হয়ে যেতে পারে। এছাড়া চর্মরোগের ঝুঁকিও থেকে যায়। ঘাড় থেকে পিঠ পর্যন্ত মেলানিনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। যার ফলে সোরিয়াসিস, ডার্মাটাইটিসের মতো রোগ হতে পারে।

তালু

বিয়ের আগে নিজের হাতের তালুতে সঙ্গীর নামের ট্যাটু করানোর কথা ভাবছেন? হাতের তালু অত্যন্ত স্পর্শকাতর। এধরণের চিন্তা মাথায়ও আনবেন না। তা ছাড়া হাতের তালুতে করা ট্যাটু বেশি দিন অক্ষত থাকেও না। খাবার তেলমশলা, সাবান, ক্রিম লেগে ধীরে ধীরে আবছা হতে থাকবে তালুর ট্যাটু। তাছাড়া ট্যাটুর রাসায়নিক কালি মিশে ত্বকে সংক্রমণ হতে পারে। এগজিমা বা সোরিয়াসিসের মতো মারাত্মক কিছু ত্বকের রোগের কারণ হয়ে উঠতে পারে এই ট্যাটু।

বাহুমূল

বাহুমূলে ট্যাটু করানোর ইচ্ছা আছে অনেকেরই। ট্যাটু করানোর পর সুচ ভালো করে জীবাণুমুক্ত করা না হলে, সেই সুচ দিয়ে ফের ট্যাটু করালে সংক্রমণ হবেই। তা ছাড়া বাহুমুলের ত্বক ভীষণ নরম এবং স্পর্শকাতর। যে কারণে ট্যাটু করালে পার্শ্ব প্রতিক্রিয়া বা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় সবচেয়ে বেশি থাকে।

PREV
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী