আরও একটি আশ্চর্যজনক বিষয় হল, রাতে ঘুমানোর আগে বালিশের নীচে রসুন রাখলে তা ভালো ঘুমে সাহায্য করে। হিন্দু ধর্মে আর্থিক সমৃদ্ধির জন্য বালিশের নীচে বিভিন্ন জিনিস রাখার কথা শুনে থাকবেন। রসুনও অনেকটা এমনই। তবে কিছুটা ভিন্ন। রসুনে থাকা জিংক, সালফার অনিদ্রা, ক্লান্তি, শরীরে জিংকের ঘাটতি এবং দুঃস্বপ্ন দূর করতে সাহায্য করে। এবার দেখে নেওয়া যাক বালিশের নীচে রসুন রাখার উপকারিতা।