খারাপ খাদ্যাভাস, অনিয়ন্ত্রিত জীবনযাপনে অল্প বয়সেই মানুষ এই ধরনের মারাত্মক রোগের শিকার হচ্ছেন। একটা সময় এটা কেবলমাত্র বয়স্ক মানুষদের সমস্যা ছিল। এখনকার দিনে এই রোগের শিকার যুবকরাও হচ্ছেন।
28
অল্প বয়সে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
এখনকার দিনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে অল্প বয়সী মানুষেরাও। সম্প্রত অনেক জনপ্রিয় সেলিব্রেটি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। যেমন, পুণীত রাজকুমার, সিদ্ধার্থ শুক্লা। নীরব ঘাতকের মতোন হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন তাঁরা।
38
হার্ট অ্যাটাকে এনজাইনা পেক্টোরিস
হার্ট অ্যাটাক নিয়ে একটি গবেষণায় সম্প্রতি দাবি করা হয়েছে যে, অ্যাটাকের এক দশক আগে শরীরে একটি এনজাইনা পেক্টোরিস অবস্থার সৃষ্টি হয়। কারণ, হার্ট অ্যাটাক হঠাৎ করে আসলেও এর প্রস্তুতি শরীরে অনেক আগে থেকে চলতে থাকে।
উচ্চ কোলেস্টরল যুক্ত ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। তবে হার্ট অ্যাটাকের লক্ষনগুলি সনাক্ত করা সহজ নয়। তবে সতর্ক থাকলে এই রোগের শিকার হওয়া থেকে মেলে মুক্তি।
58
কীভাবে পাবেন হৃদরোগ থেকে রক্ষা
এই বিষয়ে AIIMS-এর এক চিকিৎসক জানিয়েছেন, হার্ট অ্যাটাকের আগে আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। যদি আপনি সেগুলিকে চিনতে পারেন তাহলে সহজেই মিলবে এই রোগের আক্রমণ থেকে মুক্তি।
68
হার্ট অ্যাটাকের আগাম লক্ষণ
হার্ট অ্যাটাকের আগাম উপসর্গগুলি হল- হালকা মাথা ব্যথা, চোয়াল, নিতম্ব ও হাতের বিপরীত অংশে ব্যথা অনুভব করা। শরীর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া বা ঘামে ভিজে যাওয়া। এইগুলি হল হার্ট অ্যাটাকের সাধারণ কিছু লক্ষণ।
78
কীভাবে বুঝবেন হতে পারে হার্ট অ্যাটাক ?
চিকিৎসকদের মতে ভাসোস্প্যাস্টিক এনজাইনার মতো রোগে আক্রান্ত কিছু ব্যক্তি শ্বাসকষ্টের প্রায় আধঘন্টা আগে পোড়া গন্ধ পান। এটি প্রায়শই মস্তিকের টিউমার, মাথার আঘাত ও কিছু ওষুধের গন্ধের সঙ্গে যুক্ত থাকতে পারে।
88
চিকিৎসকের পরামর্শ নিন
যদি আপনার শরীরে এমন কোনও লক্ষণ বা উপসর্গ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও হাসপাতালে গিয়ে দ্রুত ECG এবং TROP T টেস্ট করুন।