Health Tips: নিয়মিত এই শাকটি খান, তাহলে বার্ধক্য ছুঁতেও পারবেন না- চিরযৌবন আপনার হাতের মুঠোয় হবে

ইলিস বা চিংড়ি দিয়ে যেমন রান্না করা হয়, তেমনই নিরামিষ রান্নাও হয়। যে কোনও ভাবে খাওয়া যায়। অনেকে অবার মাছের ঝোল বা চচ্চড়ি রান্না করেও পুঁইশাক খায়।

 

Saborni Mitra | Published : Jun 22, 2024 4:24 PM IST

যে কোনও শাকই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে পুঁই শাকের স্বাস্থ্য উপকারিতে একটু বেশি বলা যেতে পারে। সাধারণত সারা বছরই পশ্চিমবঙ্গে পুঁইশাক পাওয়া যায়। কিন্তু বর্ষাকালে তাজা , লকলকে মোটা পুঁই শাক পাওয়া যায়। ইলিস বা চিংড়ি দিয়ে যেমন রান্না করা হয়, তেমনই নিরামিষ রান্নাও হয়। যে কোনও ভাবে খাওয়া যায়। অনেকে অবার মাছের ঝোল বা চচ্চড়ি রান্না করেও পুঁইশাক খায়। নিয়মিক পুঁইশাক খেতেই পারেন। তবে অনেক সময় নানা অসুস্থতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়েই এটি খান। বাঙালি বাড়িত নিত্য়দিনের শাক সবজির তালিকায় অবশ্যই পড়ে পুঁইশাক।

পুঁই শাকের উপকারিতাঃ

এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা পাকস্থলী বা কোলেন ক্যান্সার প্রতিরোধ করতে পারে।

পুঁইশাক ত্বকের ব্রণের সমস্যা কমাতে পারে।

পুঁই শাদ বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দূর করতে পারে।

চিকিৎসকরা জানিয়েছে পুঁই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাতে। এটি হাড় মজবুত করে। এটি বাতের ব্যাথা কমাতে পারে। তবে যাদের অতিরিক্ত ইউরিক অ্যাসিড রয়েছে তাদের পুঁইশাক খেতে নিষেধ করেন চিকিৎসকরা।

পুঁইশাক কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে। এটি পাইলস বা ফিসচুলার সমস্যা থেকে সায়মিক রেহাই দেয়।

পুঁই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সিও আয়র রয়েছে। এটি ক্যারলি কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের কথায় পুঁইশাক বার্ধক্য আসতে দেয় না। এটি যৌবন রাখতে সাহায্য করে।

পুঁই শাক রক্ত শোধন করতে পারে। মাইছ আলসার প্রতিরোধ করতে পারে। অ্যানিমিয়া নিরাময় করতে পারে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খণিজ রয়েছে।

তবে আপনার যদি কোনও সমস্যা থাকে তাহলে চিকিৎসকের মতামত নিয়েই পুঁইশাক খাবেন।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Sukanta on Mamata : 'মমতা বাংলায় তালিবানি শাসন চালাচ্ছে'-বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Nadia Hawker Eviction: নদিয়াতে সকাল থেকে শুরু উচ্ছেদ অভিযান,এলাকা পরিদর্শনে বিজেপির সভাপতি
BJP Team Coochbehar : কোচবিহারে মুসলিম মহিলাকে বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির
Howrah News Today : তেতে ছিল দুই পাড়াই! হাওড়ার বাঁকড়ায় রবিবার সকালে ঘটল ভয়ানক ঘটনা, গ্রেফতার ৩
Hul Diwas:রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হুল দিবস, বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য বেচারাম মান্নার