এসি ঘরে বসে সুখটান দিচ্ছেন? প্রাণঘাতী হতে পারে এই অভ্যাস, জানলে আঁতকে উঠবেন
ভয়ঙ্কর গরমে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে সুখটান দেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে।
সেক্ষেত্রে এসিতে বলে সিগারেট খাওয়া কতটা বিপদ ডেকে আনতে পারে জানেন?
শরীর ঠান্ডা করা একটা নিজস্ব প্রক্রিয়া রয়েছে। বেশ কিছু গবেষমায় দেখা গিয়েছে এসিতে বসে ধূমপান করলে শরীর ঠান্ডা করার সেই প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায়।
এসিতে বসে ধূমপান করলে সিগারেটের ধোঁয়ার সঙ্গে যে তাপ বেরয় তা শরীরেই থেকে যায় যার ফলে হার্ট, মস্তিষ্ক,ফুসফুস এবং কিডনিতে সমস্যা দেখা দিতে পারে।
এসিতে বসে সিগারেট খেলে ‘হিটস্ট্রোক’ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
শুধু তাই নয় যারা সিগারেট খাচ্ছেন না অথচ একই ঘরে বসে রয়েছেন তাদেরও ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে।
এসিতে বসে সিগারেট খেলে সেই ধুঁয়ো বাইরে বেরতে পারে না। ফলে ওই ধুঁয়ো ভীষণ ভাবে স্বাস্থ্যের ক্ষতি করে। সবথেকে বেশি ফুসফুসের ক্ষতি করে।
এ ছাড়াও এসিতে বসে সিগারেট খেলে যেকোনও সময়ে আগুনের ফুলকি লেগে মেশিনে আগুন লেগে যেতে পারে।