চুল পড়ে যাওয়া একটা মারাত্মক সমস্যা। তবে ডাঃ মধুসূদনের নিজের ইনস্টাগ্রাম পোস্টে চুল ঝরা থেকে বাঁচার কিছু উপায় জানিয়েছেন।
অকালে চুল ঝরে পড়ছে? জেনে নিন ম্যাজিকাল উপায়
ডাঃ মধুসূদনের মতে, এক চামচ নারকেল তেল, এক চামচ ক্যাস্টর অয়েল, আধ চামচ পেঁয়াজের রস এবং আধ চামচ আদার রস মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি স্নানের এক ঘণ্টা আগে চুলে লাগিয়ে তারপর ধুয়ে ফেললেই কমে যাবে চুল পড়ার সমস্যা।
পেঁয়াজের রসও চুলের বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজের রস নিয়ে চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগিয়ে আধ ঘণ্টা রাখার পর মাথা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
অকালে চুল ঝরে পড়ছে? জেনে নিন ম্যাজিকাল উপায়
আমলকীর রসও চুলে লাগানো যেতে পারে। এতে থাকা ভিটামিন সি চুল ঘন করতে কার্যকরী।
অকালে চুল ঝরে পড়ছে? জেনে নিন ম্যাজিকাল উপায়
নারকেল তেলে কারি পাতা দিয়ে ফুটিয়ে মাথায় মাখতে হবে। এরপর এক থেকে দেড় ঘণ্টা পর ধুয়ে ফেলুন। নারকেল তেল এবং কারি পাতার ব্যবহার শুধু চুল পড়া কমায় না, চুল অকালে পাকা হওয়ার সমস্যাও দূর করে।
অকালে চুল ঝরে পড়ছে? জেনে নিন ম্যাজিকাল উপায়
সপ্তাহে একবার চুলে ডিমের হেয়ার মাস্কও লাগাতে পারেন। প্রোটিন সমৃদ্ধ ডিমের ব্যবহার চুল ঘন ও নরম করে এবং চুলকে মজবুত করে। ডিমের সঙ্গে দই মিশিয়ে চুলে লাগাতে পারেন।