হার্ট অ্যাটাক বা হৃদরোগের আজকালকার দিনে বয়স দেখে হয় না। আট থেকে ৮০ কমবেশি সবাই যেকোনও মুহুর্তে হৃদরোগের শিকার হন। যদিও এই বিষয়ে সচেতনতার শেষ নেই। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে কী করা উচিত? এই বিষয়টি এখনও অনেকেরই অজানা।
25
কী বলছেন চিকিৎসকরা?
এই বিষয়ে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, হঠাৎ বুকে ব্যথায় অনেকে গ্যাসের উপসর্গ ভেবে গ্যাসের ওষুধ বা প্যান-ডি খেয়ে ফেলেন। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। বুকে ব্যাথা হলে প্রথম ১০-১৫ মিনিটের মধ্যেই পদক্ষেপ নিয়ে নিতে হয়। না হলে সমস্যা বাড়বে বৈকি কমবে না।
35
মাঝরাতে বুকে ব্যথায় কী করবেন?
চিকিৎসকদের মতে, মাঝরাতে হঠাৎ বুকে ব্যাথা উঠলে মনে হতে পারে বুকের মাঝখানে কেউ যেন পাথর চেপে রেখেছে। অথবা বুকে কিছু একটা আটকে রয়েছে। এই ক্ষেত্রে সবার আগে যেটা করা উচিত তা হল- প্রথমেই বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে যাওয়া উচিত।
স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রথমেই যেটা করবেন তা হল ইসিজি। ইসিজি করেই জানা যাবে হার্টের মধ্যে রক্ত চলাচল করছে কীনা। যদি সত্যিই রক্ত চলাচল কম করে তাহলে স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার যে ওষুধ পাওয়া যাবে তা খেয়ে নেওয়া উচিত। এরপর ভালো কোনও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
55
প্রথম পদক্ষেপই গুরুত্বপূর্ণ
হার্ট অ্যাটাকে প্রথম পদক্ষেপই সবথেকে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলছেন যে, হঠাৎ করে মাঝরাতে বুকে ব্যাথা উঠলে বা বুক-গলার কাছের অংশ ভারী ভারী লাগলে সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয় কাজ।