Skin Care: দীপাবলিতে সময় নেই ত্বক চর্চা করার? তাহলে ঘরেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক

Published : Oct 16, 2025, 12:50 PM IST
Skin Care Tips

সংক্ষিপ্ত

Skin Care: দীপাবলিতে ব্যস্ততা, হাতে নেই একদম সময় তাহলে ঘরেই বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন রকম ফেসপ্যাক। আর ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনুন।

Skin Care: ত্বকের যত্ন নেওয়ার সময় না থাকলে, দীপাবলির আগে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের জেল্লা ফেরানো যায়। এর জন্য ২-৩ দিন আগে একটি হালকা ক্লিনআপ করা এবং তারপর হলুদের সাথে দই মিশিয়ে প্যাক লাগাতে পারেন, যা ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। এছাড়াও, বেসন, হলুদ, কফি ও দই দিয়ে তৈরি একটি প্যাক ব্যবহার করা যেতে পারে যা ত্বককে তাৎক্ষণিক উজ্জ্বল করতে সাহায্য করে।

বাড়িতেই বানানো ফেসপ্যাকের বিস্তারিত বিবরণ :

** হলুদ ও দইয়ের প্যাক:

হলুদের প্রদাহ-বিরোধী ও অ্যান্টি- ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকায় এটি ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা আনতে বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারেন হলুদ ও দইয়ের বিশেষ এক প্যাক। যা ব্যবহার করলে কম সময়ে বিনা ব্যায়ে রূপচর্চা করতে পারবনে। ১ টেবিল চামচ দই ও ২-৩ চিমটে হলুদ গুঁড়ো নিয়ে একটি প্যাক বানিয়তে নিন। এরপর এটি ১৫মিনিট মতো মুখে মেখে, রেখে দিয়ে ধুয়ে ফেলুন। হাতে যেটুকু সময় রয়েছে দীপাবলীর আগে তাতে এই প্যাক ট্রাই করতেই পারেন রূপের উজ্জ্বলতা বাড়াতে।

** বেসন, হলুদ, কফি ও দইয়ের প্যাক:

বেসন, হলুদ, কফি ও দই একসাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি ত্বকের কালচে ভাব দূর করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

** লেবু ও মধুর প্যাক:

উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করতে পারেন লেবু ও মধু। আলাদাভাবে নয় একসঙ্গে একটি লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে তা মুখে ১০-১৫ মিনিট মতো মেখে রেখে দিন। এতে আপনার মুখের ত্বক হবে নরম, হাইড্রেটেড। মিনিট ১৫ রাখার পর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন মুখের ত্বকে ঠিক কতটা পরিবর্তন এসেছে। ভিটামিন সি সমৃদ্ধ এই প্যাক মুখের দাগছোপ সরাতেও সাহায্য করে। তাই কালীপুজোর আগে অবশ্যই নিয়ম করে এই প্যাক ব্যাবহার করতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঘুমের শান্তি হারাচ্ছেন অ্যালার্মে? আওয়াজে ঘুম ভাঙায় বাড়ছে স্ট্রেস ও হৃদরোগের সম্ভাবনা
হলিডে ডিপ্রেশন কী? কীভাবে বুঝবেন আপনি এতে আক্রান্ত! জেনে নিন বাঁচার ৭টি সহজ উপায়