শুষ্ক কাশি দূর করতে ভরসা করুন হোমিওপ্যাথি চিকিৎসায়, রইল সেরা ওষুধের খোঁজ

শীতের শুষ্ক কাশি থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি চিকিৎসা কার্যকরী। কোডাইন এবং ডায়মরফিনের মতো কাশি দমনকারী ওষুধ উপকারী। বিশেষজ্ঞের পরামর্শ নিন।

শীত মানে হাজারটা শারীরিক জটিলতা। সারা শীত জুড়ে সর্দি, কাশি থেকে জ্বরের মতো সমস্যা লেগে থাকে। এই সকল সমস্যার মধ্যে অন্যতম শুকনো কাশি। শীতের মরশুমে অনেকেই ভোগেন শুকনো কাশির সমস্যায়। এই সমস্যা থেকে কীভাবে মিলবে মুক্তি তা ঠাওর করা কঠিন। আজ রইল বিশেষ টিপস। শীতের মরশুমে শুকনো কাশির সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন বিশেষ টিপস। ভরসা রাখুন হোমিওপ্যাথি চিকিৎসার ওপর। জেনে নিন কীভাবে মিলবে উপকার। কোন ওষুধ খাবেন।

বিশেষজ্ঞের মতে, কোডাইন এবং ডায়মরফিনের মতো কাশি দমনকারী ওষুধগুলো শুষ্ক কাশির সমস্যা দূর করতে বেশ উপকারী। মিউকোলাইটিক ওষুধের মতো কাশির ওষুধ কাশি দূর করার সঙ্গে কফের সমস্যা ও শ্লেষ্মার সমস্যা দূর করে।

Latest Videos

COPD, GERD এবং হাঁপানির জন্য ওষুধ আছে হোমিওপ্যাথি চিকিৎসায়। এই সব ওষুধ থেকে কোনও প্রকার অ্যালার্জি হয় না। তেমনই হাঁপানি দূর হয়। এই সময় খেতে পারেন ব্রায়োনিয়া, রুমেক্স ক্রিসপাস, অ্যান্টিমোনিয়াম টারটারিকাম, স্পঞ্জিয়া তোস্তা, অ্যালিয়াম সেপা, ড্রোসেরা রোটুন্ডফোলিয়া, ইপেকাকুয়ানহা, কোরালিয়াম রুব্রাম-র মতো ওষুধগুলো।

এই সকল ওষুধের কোনও সাইড এফেক্ট নেই। এগুলো দ্রুত দেয় সমস্যা থেকে মুক্তি। তবে, এই সকল ওষুধ খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নিন। সঠিক পরীক্ষা নীরিক্ষার পর ওষুধ খাওয়া প্রয়োজন।

সুস্থ থাকতে চাইলে শীতের সময় সতর্ক থাকুন। শীত পড়ার মুখে ঠান্ডা লেগে আসুস্থ হন অনেকে। এই সময় স্বাস্থ্যের যত্ন নিন। আর এমন কিছু করবেন না যাতে ঠান্ডা লাগার সমস্যা বাড়ে।

 

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari