ডায়েটে থাকুক ডিম, দুধ, মাছ, মাংস, সয়াবিন, মধু জাতীয় খাবার। এছাড়াও প্রচুর প্রোটিন জাতীয় খাবার হিসেবে দই, ছানা, পনির এগুলো খেতে পারেন। তবে শুধু খাবার খেলেই হবে না। নিয়মিত শরীরচর্চা এবং প্রচুর পরিমাণে জল পান করা উচিত। তাহলেই না আপনি ফিট থাকবেন। পুজোর আগেই শরীর হবে ঝকমকে। একেবারে ভিতর থেকে।