মুড়ি-মুড়কির মতো প্যারাসিটামল খাওয়া বন্ধ! গুণমান পরীক্ষায় ফেল হওয়ায় আর পাওয়া যাবে না এই ওষুধ

মুড়ি-মুড়কির মতো প্যারাসিটামল খাওয়া বন্ধ! গুণমান পরীক্ষায় ফেল হওয়ায় আর পাওয়া যাবে না এই ওষুধ

Anulekha Kar | Published : Jun 28, 2024 3:39 AM IST / Updated: Jun 28 2024, 09:49 AM IST

18
বন্ধ প্যারাসিটামল!

সামান্য মাথা যন্ত্রণা হোক বা জ্বর সবার আগে যে ওষুধের কথা মনে আসে তা হল প্যারাসিটামল।

28
বন্ধ প্যারাসিটামল!

মুড়ি, মুড়কির মতো প্যারাসিটামল খাওয়াতেই অভ্যস্ত অনেকে। কিন্তু শরীরের কতটা ক্ষতি করে এই ওষুধ? জানেন?

38
বন্ধ প্যারাসিটামল!

অত্যন্ত ক্ষতিকারক এই ওষুধ। অবশ্য শুধু প্যারাসিট্যামল নয়। প্রান্টোজায়োল সহ আরও ৫২টি ওষুধ গুণমান পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি।

48
বন্ধ প্যারাসিটামল!

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে জানান হয়েছে যে প্যারাসিট্যামল ও আরও বেশ কয়েকটি ওষুধ গুণমান পরীক্ষায় পাশ করতে পারেনি।

58
বন্ধ প্যারাসিটামল!

এর মধ্যে ২২ টি ওষুধ হিমাচল প্রদেশে তৈরি। এ ছাড়াও হায়দ্রাবাদ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ইন্দোর-সহ একাধিক জায়গায় ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

68
বন্ধ প্যারাসিটামল!

ইতিমধ্যেই এইসহ ওষুধ যাতে বাজার থেকে তুলে নেওয়া হয় তার নোটিশ পাঠান হয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে।

78
বন্ধ প্যারাসিটামল!

এই তালিকায় রয়েছে প্যারাসিটামল, ক্লোনাজেপাম ও ডাইক্লোফিনাকের নাম।

88
বন্ধ প্যারাসিটামল!

এ ছাড়াও রয়েছে টেলমিসারটান অ্যামব্রক্ল ও ফ্লুকোনাজল সহ বেশ কিছু ভিটামিনের নাম।

Share this Photo Gallery

Latest Videos

click me!

Latest Videos

Recommended Photos