ব্যবহার করা তেল নতুন করে কীভাবে রান্নার কাজে লাগাবেন? জেনে নিন টিপস

Published : Feb 19, 2025, 02:49 PM IST

তেল পুনর্ব্যবহারের টিপস: ভাজাভুজি করার পর অবশিষ্ট তেল ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন।

PREV
18

আমরা সাধারণত রান্নার তেল নষ্ট করতে চাই না। কিন্তু, ভাজাভুজি করার পর অবশিষ্ট তেল আমরা আর ব্যবহার করি না। 

28

ভাজাভুজি করার পর অবশিষ্ট তেল পুনরায় ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা অবশিষ্ট তেল রান্নায় ব্যবহার করি না।

38

কিন্তু, জানেন কি, অবশিষ্ট তেল আপনি নষ্ট না করে পুনরায় ব্যবহার করতে পারেন? এখানে ভাজাভুজি করার পর অবশিষ্ট তেল পুনর্ব্যবহারের বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারবেন।

48

রান্নাঘরে তেলাপোকা, টিকটিকি, মশা ইত্যাদির উপদ্রব প্রায়ই দেখা যায়। এগুলো তাড়াতে অবশিষ্ট তেলের সাথে কিছুটা কেরোসিন মিশিয়ে স্প্রে বোতলে ভরে পোকামাকড়ের আনাগোনা আছে এমন জায়গায় স্প্রে করলে পোকামাকড় আর আসবে না।

58

অবশিষ্ট তেল গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন। তবে সরাসরি গাছে ঢালা যাবে না। নাহলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তেলের সাথে জল মিশিয়ে গাছে ঢালতে হবে। এতে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে।

68

অবশিষ্ট তেল পুনর্ব্যবহারের মাধ্যমে আবর্জনা কমে। এতে পরিবেশের উপকার হয়। অবশিষ্ট তেল আবর্জনায় ফেললে মাটি ও জল দূষিত হয়। তাই পুনর্ব্যবহারের মাধ্যমে দূষণ কমানো যায়।

78

জং ধরা লোহার জিনিসপত্র পরিষ্কার করতে অবশিষ্ট তেল ব্যবহার করতে পারেন। তেল জং প্রতিরোধ করে। তেল ব্যবহারে লোহায় আর্দ্রতা থাকে না এবং জং ধরে না। রান্নার তেল লোহার জিনিসপত্র সংরক্ষণে ব্যবহার করতে পারেন।

88

কাঠের আসবাবপত্রের চকচকে ভাব ফিরিয়ে আনতে অবশিষ্ট তেলে কাপড় ভিজিয়ে আসবাবপত্র মুছে দিন। এতে আসবাবপত্র আবার চকচকে হবে। এছাড়া পোকামাকড় থেকেও আসবাবপত্র সুরক্ষিত থাকবে।

click me!

Recommended Stories