সুস্থ থাকতে ভরসা রাখুন লঙ্কা তেলের ওপর, ঘটবে একাধিক স্বাস্থ্যের উন্নতি, জেনে নিন কীভাবে

Published : Nov 04, 2022, 12:44 PM IST
chilli oil

সংক্ষিপ্ত

স্বাস্থ্যের উন্নতি ঘটাতে মরিচ তেল বা লঙ্কা তেলের ওপর ভরসা রাখতে পারেন। লঙ্কা তেলে রয়েছে একাধিক উপকারীতা। জেনে নিন কী কী।

সুস্থ থাকতে আমরা অনেকেই ঘরোয়া টোটকার ওপর ভরসা করে থাকি। স্বাস্থ্যের উন্নতি ঘটাতে কিংবা যে কোনও শারীরিক জটিলতা দূর করতে অনেকেই রান্না ঘরের টোটকা মেনে চলেন। এবার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে মরিচ তেল বা লঙ্কা তেলের ওপর ভরসা রাখতে পারেন। লঙ্কা তেলে রয়েছে একাধিক উপকারীতা। বাজারে বিভিন্ন কোম্পানির চিলি অয়েল বিক্রি হয়। অথবা বাড়িতে বানিয়ে নিতে পারেন চিলি অয়েল বা লঙ্কা তেল। জেনে নিন এর গুরুত্ব কী কী। জেনে নিন এই তেল কীভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।

প্রতি ১০০ গ্রাম লঙ্কার মধ্যে রয়েছে ১ গ্রাম প্রোটিন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে, দুর্বল শ্বাসযন্ত্রের সিস্টেম থেকে রক্ষা করতে পারে। তাই খাদ্যতালিকায় যোগ করতে পারেন চিলি অয়েল।

ভিটামিন ডি আছে লঙ্কা তেলে। এটি পুষ্টিতে সমৃদ্ধ এটি অ্যালজাইমের রোগ ও হাড়ের রোগ থেকে মুক্তি দিতে পারে। তাই নিয়মিত খেতে পারেন লঙ্কা তেল বা চিলি অয়েল।

ভিটামিন এ, ই ও কে রয়েছে মরিচ তেলে। ভামিন কে রক্ত জমাটে বাধা দেয়। হাড় ভালো রাখে। তেমনই এটি অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ। মেনে চলুন এই বিশেষ টিপস। সুস্থ রাখতে চিলি অয়েলের ভূমিকা বিস্তর।

আয়রনের পরিপূর্ণ থাকে লঙ্কা। এটি খেলে গ্লসাইটিসের মতো রোগ প্রতিরোধ করা সম্ভব। আয়রনের ঘাটতি দেখা দিলে শরীরে রক্তাল্পতার সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে লঙ্কা তেলের ওপর ভরসা রাখতে পারেন।

তেমনই হার্ট ভালো থাকে মরিচ তেল খেলে। এটি কার্ডিওভাসকুলার সিস্টেম ভালো রাখে। এতে থাকে ক্যাপস্যানথিনের মতো উপকারী যৌগ থাকে। যা হার্ট রাখে সুস্থ। মেনে চলুন এই বিশেষ টিপস। চিলি অয়েল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

ভিটামিন সি-এর উৎস হল লঙ্কা। এতে থাকে ভিটামিন সি আপনাকে কার্ডিওভাসকুলার রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে। তেমনই সর্দি-র মতো সমস্যা থেকে দেয় মুক্তি। এবার থেকে সুস্থ থাকতে ভরসা রাখুন চিলি অয়েল বা লঙ্কা তেলের ওপর। এর গুণে ঘটবে স্বাস্থ্যের উন্নতি। বর্তমানে বহু মানুষ নানান শারীরিক জটিলতার শিকার। এই সকল জটিলতে থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন চিলি অয়েল বা লঙ্কা তেলের ওপর। ঘটবে উপকার। এবার থেকে মেনে চলুন এই বিশেষ টিপস।

 

আরও পড়ুন- গর্ভাবস্থায় চুলের নিন বিশেষ যত্ন, এই কয়টি পদ্ধতি অনুসরণে চুল ভালো থাকবে

আরও পড়ুন- সিগনেচার স্টাইলে শুভেচ্ছা বাদশার, মালাইকাকে দেখলে চোখ ফেরাতে পারবেন না, শিল্পা কি বললেন, দেখুন বলিউড মশালা

আরও পড়ুন- সঠিক ওজন ধরে রাখতে বিশেষ গুরুত্ব দিন খাদ্যতালিকায়, জেনে নিন কী কী করবেন

PREV
click me!

Recommended Stories

চারিদিকে এই সময় কঞ্জান্টিভাইটিসের সংক্রমণ বাড়ছে, চোখ বাঁচিয়ে চলবেন কীভাবে জানুন
শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়